Web bengali.cri.cn   
অস্ট্রেলিয়া প্যাভিলিয়নের সঙ্গে ছবি তুলে অস্ট্রেলিয়া পর্যটন দ্রব্য কিনলে ৩শ' ইউয়ান ছাড়
  2010-05-11 15:45:16  cri
অস্ট্রেলিয়ার পর্যটন ব্যুরো ২ মে শাংহাই বিশ্বমেলা উদ্যানের বি-এলাকার অস্ট্রেলিয়া প্যাভিলিয়নে 'বিশ্বমেলা হাতে হাত রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা'র বৃহদাকার ত্বরান্বিতকরণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার পর্যটন ব্যুরোর উত্তর এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার নি চিয়ানহুয়া বলেছেন, প্রকল্পটি নেটওয়ার্ক বিক্রি এবং পর্যটন সংস্থার কার্যক্রম তুলে ধরার প্রধান কাজ হিসেবে তথ্য মাধ্যম এবং প্রচার সহায়তা হিসেবে বহুমুখী ত্বরান্বিতকরণ তত্পরতা।

জানা গেছে, তত্পরতা পেইচিং, শানতুং, হুনান, চিয়াংসু, জেচিয়াং, শাংহাই, সিছুয়ান ও তুয়াংতুং ৮টি প্রদেশ ও কেন্দ্র-শাসিত শহরের ২১টি অস্ট্রেলিয়ান শ্রেষ্ঠ পর্যটন বিশেষজ্ঞ সংস্থা এবং ২৬টি মনোনীত অস্ট্রেলিয়ান শ্রেষ্ঠ বিশেষজ্ঞ পর্যটন সংস্থার সঙ্গে ৮৪৮টি শাখার নাম অন্তর্ভূক্তকরণের সুযোগ সুবিধার কার্যক্রম চালাবে। ১ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্বমেলার অস্ট্রেলিয়া প্যাভিলিয়ন পরিদর্শনকারী পর্যটকরা প্যাভিলিয়নের সঙ্গে ছবি নিয়ে সে ৮টি প্রদেশ ও কেন্দ্র-শাসিত শহরের সংশ্লিষ্ট পর্যটন সংস্থায় ১৫ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার পর্যটন দ্রব্য কিনলে, ৩শ' ইউয়ানের মূল্য ছাড়ের সুবিধা পাবেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040