৭ মে ছিংহাই প্রাদেশিক সরকার সিনিং-এ সারা দেশের পর্যটন পরিস্থিতি পর্যালোচনার জন্য এক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বর্তমানে সারা দেশের পর্যটন উন্নয়ন পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনগুলোতে প্রদেশের গুরুত্বপূর্ণ পর্যটন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। সম্মেলনে সারা দেশকে ভালোভাবে ইয়ুশু পর্যটন দুর্যোগোত্তর পুনর্গঠন কাজে সহায়তা করার অনুরোধ জানানোর পাশাপাশি প্রাথমিকভাবে ইয়ুশু পর্যটন প্রকল্পের নির্মাণ কাজও চালিয়ে যেতে বলা হয়েছে। ছিংহাই প্রদেশের ভাইস-গভর্নর চাং চিয়ানমিন সম্মেলনে অংশ নিয়েছেন।
তিনি ইয়ুশু ভূমিকম্প ছিংহাই প্রদেশের পর্যটন শিল্প অঞ্চলের জন্য প্রতিকূল প্রভাবের বিরুদ্ধে পর্যটন এবং সংশ্লিষ্ট বিভাগ কার্যকর ব্যবস্থা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সে প্রভাব দূর করার অনুরোধ জানিয়েছেন, যাতে ছিংহাইকে তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে সক্রিয় করে তোলা যায়।
খোং চিয়া চিয়া