|
||||||||||||||||||||||||||||
পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে -- যখন আর্থিক সংকট পশ্চিমা দেশগুলোর ওপর গুরুতর প্রভাব ফেলে -- চীনা পর্যটকদের বৈদেশিক পণ্যভোগের মোট পরিমান ২০০৮ সালের অঙ্কের চেয়ে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২১ শতাংশ বেশি।
এ বিপুল পরিমান পণ্যভোগের কারণে বিশ্বের আন্তর্জাতিক পর্যটন পণ্যভোগ তালিকায় চীনের স্থান ২০০৮ সালের পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে। জার্মানী, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ২০০৯ সালের আন্তর্জাতিক পর্যটন পণ্যভোগ তালিকার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পায়।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |