১৮ এপ্রিল ছিল 'হুয়াংশান পাহাড় বিশ্বমেলা পর্যটনে পর্যটককে ধন্যাবাদ জ্ঞাপন দিবস'। এ দিন হুয়াংশান দর্শনীয় স্থান ভ্রমণকারী দেশী-বিদেশী পর্যটকরা টিকিটের ৫০ শতাংশ ছাড় পেয়েছেন। এ দিন হুয়াংশান শহরের কেন্দ্রস্থল ও অঞ্চলের প্রধান ও শাখা সড়কে বিভিন্ন ধরনের পর্যটন বাস ও গাড়িকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কয়েক ডজন কিলোমিটার দূরে হুয়াংশান দর্শনীয় স্থানেও অনেক পর্যটকের ভিড় পরিলক্ষিত হয়। 'বিশ্বমেলা হুয়াংশান ভ্রমণ' সার্বিকভাবে চালু হয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম কোয়াটারে হুয়াংশান শহরে অভর্থ্যনা জানানো পর্যটকে সংখ্যা গত বছরের একই সময়ের তুলানায় প্রায় ৪০ শতাংশ বেশি।
খোং চিয়া চিয়া