Web bengali.cri.cn   
হুইহাং প্রাচীন পথ বসন্তকালে ভ্রমণের ভালো জায়গা
  2010-04-20 15:51:10  cri
পর্যটন অনুরাগীদের 'চীনের ১০টি দীর্ঘ পদযাত্রা প্রাচীন পথ' এবং 'পূর্ব চীনের প্রথম দীর্ঘ পদযাত্রা লাইন' গণ্য করা আনহুই প্রদেশের দক্ষিণাঞ্চলীয় চিসি জেলার হুইহাং প্রাচীন পথ সম্প্রতি চীনের বিভিন্ন অঞ্চলের পর্যটন অনুরাগীদের আকর্ষণ করেছে।

জানা গেছে, বর্তমানে হুইহাং প্রাচীন পথে বাইরের ক্রীড়া ও ভ্রমণ অনুভব করা পর্যটকের সংখ্যা বছরে ১ লাখেরও বেশি। তাদের মধ্যে প্রধানত সাংহাই, চিয়াংসু, শানতুং ও জেচিয়াং থেকে এসেছেন। তারা নিজেদের তাঁবু ও খাবার নিয়ে ধাপে ধাপে প্রাচীন হুইচৌ'র সংস্কৃতি অনুভব করেন।

হুইহাং প্রাচীন পথ ছিল একটি সুদীর্ঘ ইতিহাসের বাণিজ্যিক পথ। বর্তমান সংরক্ষিত হুইহাং প্রাচীন পথ পশ্চিম দিকে হুইচৌ ব্যবসায়িদের জন্মস্থান চিসি জেলার ফুলিং মহকুমরা থেকে শুরু করে পূর্ব দিকে জেচিয়াং প্রদেশের লিনআন শহরের মাসিয়াও মহকামা পর্যন্ত বিস্তৃত। এটা ছিল প্রাচীনকালের হুইচৌ থেকে হাংচৌগামী গুরুত্বপূর্ণ রাজপথ।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040