Web bengali.cri.cn   
উত্তর কোরিয়া অভিমুখে চীনের প্রথম পর্যটক দলের যাত্রা শুরু
  2010-04-13 14:12:40  cri
উত্তর কোরিয়া অভিমুখে চীনের প্রথম পর্যটক দল ১২ এপ্রিল যাত্রা শুরু করেছে। এটি চীনা পর্যটন শিল্পের উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার প্রতীক। চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক জু শানজুং উত্তর কোরিয়া অভিমুখে যাত্রা করা প্রথম পর্যটক দলের প্রধান। পেইচিং, থিয়ানচিন, সাংহাই, লিয়াওনিং, চিলিন, হেলোংচিয়াং, হোপেই, শানতুং, চিয়াংসু এবং কুয়াংতুং-এ ১০টি প্রদেশ ও কেন্দ্র-শাসিত শহরের ৩৯৫জন সদস্য প্রথম দলে ১৮টি ছোট বিভক্ত দল গঠন করেছেন।

চীনা জনগণের উত্তর কোরিয়ায় পর্যটন শিল্প আনুষ্ঠানিক চালু করায় দু'দেশের পর্যটন যোগাযোগ এবং সহযোগিতা নতুন ঐতিহাসিক যুগে প্রবেশ করা বাস্তবায়িত হয়েছে। এটা অবশ্যই অধিকতরভাবে চীন ও উত্তর কোরীয় জনগণের ঐতিহ্যবাহী মৈত্রী গভীরতর এবং দু'পক্ষের পর্যটন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র ও প্রভাব সম্প্রসারণ করবে।

উত্তর কোরিয়ায় বৈশিষ্ট্যময় পর্যটন সম্পদ রয়েছে। এটা হলো চীনা জনগণের জনপ্রিয় পর্যটন কাঙ্ক্ষিত দেশ।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040