Web bengali.cri.cn   
সিঙ্গাপুরের ইউনিভার্সাল ফিল্ম সিটি চীনের পর্যটকদের নতুন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে
  2010-04-06 16:01:30  cri
দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের একমাত্র ইউনিভার্সাল ফিল্ম সিটি থিম পার্ক গত মাসে সিঙ্গাপুরে চালু হয়। সমাধি পরিষ্করণ দিবসের ৩দিন ছুটি চলাকালে চীনের বেশ কয়েকটি পর্যটন সংস্থা ইউনিভার্সাল ফিল্ম সিটি সংক্রান্ত ধারাবাহিক পর্যটন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছে।

সিঙ্গাপুরের ইউনিভার্সাল ফিল্ম সিটি থিম পার্ক হচ্ছে সেনটোসা দর্শনীয় স্থানের অন্যতম প্রধান প্রকল্প। এতে ৭টি থিম অঞ্চলের ২৪টি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে ১৮টি দর্শনীয় স্থান হচ্ছে বিশ্ব পর্যায়ের তৈরি প্রথম উজ্জ্বল বিষয় অথবা বিশেষ করে সিঙ্গাপুরের জন্য তৈরি হয়। চীনের পর্যটকরা ইউনিভার্সাল ফিল্ম সিটি'র উদ্বোধনীর ওপর নিবিড় সৃষ্টি রাখেন। পেইচিংয়ের বেশ কয়েকটি পর্যটন সংস্থা বলেছে, গ্রীষ্মকালের পরিবার ভ্রমণের জন্য ইউনিভার্সাল ফিল্ম সিটির বৈশিষ্ট্যময় বিষয়গুলোও যথাক্রমে তুলে ধরা হবে।

পর্যটন মহলের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এই অঞ্চলের অদ্বিতীয় থিম পার্ক হিসেবে ইউনিভার্সাল ফিল্ম সিটি হচ্ছে সিঙ্গাপুর পর্যটনের নতুন উজ্জ্বল বিষয়। অনুমান করা হচ্ছে এটা চীনের পর্যটকদের সিঙ্গাপুর ভ্রমণের প্রয়োজনীয় দর্শনীয় স্থানে পরিণত হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040