|
||||||||||||||||||||||||||||
এয়ার চায়নার এ নতুন পেইচিং-চিউজাইকৌ ফ্লাইটের নম্বর হচ্ছে সি.এ ৪১২১/২ এবং প্রতি দিন একবার এ ফ্লাইট যাতায়াত করবে। ফ্লাইটের উড্ডয়নের সময় মাত্র ২ ঘন্টা।
২০১০ সালের ১০ মে থেকে এয়ার চায়নার সাংহাই-চিউজাইকৌ সরাসরি ফ্লাইটও চালু হবে। ফ্লাইটের নম্বর হবে সি.এ ৪৫২৩/৪, প্রতি দিন একবার এ ফ্লাইট যাতায়াত করবে।
আসন্ন গ্রীষ্ম ও শরতে ফ্লাইট ঋতুতে এয়ার চায়না অব্যাহতভাবে অভ্যন্তরীণ ফ্লাইটের নেটওয়ার্ক পূর্ণাঙ্গ করবে। এয়ার চায়না ছেংতু থেকে থেংছোং, ইনছুয়ান থেকে সাংহাইসহ ১১টি অভ্যন্তরীণ ফ্লাইট শুরু করার পাশাপাশি সাংহাই-কুইলিন ও থিয়ানচিন-সিয়ামেন দু'টি ফিরতি ফ্লাইট চালু করবে। ফলে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে আরো বৈচিত্র্যময় পরিবর্তন আসবে।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |