ছাংশা-য় চীনের পেশাগত পর্যটন শিক্ষা স্কুল ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতামূলক সংলাপ সম্মেলন অনুষ্ঠিত
চীনের শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় পর্যটন ব্যুরোর যৌথ উদ্যোগে ২৬ মার্চ বিকেলে চীনের পেশাগত পর্যটন শিক্ষার স্কুল ও শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতামূলক সংলাপ সম্মেলন হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের সবচেয়ে শক্তিশালী ৩৮টি পর্যটন শিল্পপ্রতিষ্ঠান এবং পেশাগত পর্যটন শিক্ষা গ্রুপ প্রথমবারের মত সংলাপ চালিয়ে, স্কুল ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করার পাশাপাশি স্কুল-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতার বর্তমান পরিস্থিতি, সমস্যা এবং ভবিষ্যত নিয়ে গবেষণা ও আলোচনা করেছে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর কর্মচারী বিভাগের পরিচালক ছেন সিয়ান ছুন সম্মেলনে বলেছেন, এবারের সংলাপ ফলপ্রসূ হয়েছে। ভবিষ্যতে এ সংলাপ আরো ব্যাকভাবে আয়োজন করা উচিত। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব চীনের পেশাগত পর্যটন শিক্ষার সংস্কার ও সৃজনশীল পথনির্দেশক কমিটি প্রতিষ্ঠা, পেশাগত পর্যটন শিক্ষার উন্নয়ন নীতির গবেষণা ও সামষ্টিক পরিচালনা জোরদার এবং পরিণত করার শর্তে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় পর্যটন ব্যুরো যৌথভাবে সম্মেলন আয়োজন এবং পেশাগত পর্যটন শিক্ষার সংস্কার ও সৃজনশীলতা ত্বরান্বিত করবে।
খোং চিয়া চিয়া