|
গোলটেবিল সভায় শাও ছি ওই প্রথমে সংক্ষেপে "হাইনান পর্যটন ঘোষণা" প্রণয়নের পটভূমিকা ও প্রক্রিয়া তুলে ধরেন । তিনি বলেন , তিনটি দিক থেকে বিবেচনা করে এ ঘোষণা প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে । প্রথমত: পর্যটন শিল্প হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান চালিকা শক্তি । আন্তর্জাতিক আর্থিক সংকটের সৃষ্ট নেতিবাচক প্রভাব প্রশমনের ক্ষেত্রে পর্যটন শিল্প ইতিবাচক ভূমিকা নিয়েছে । আর্থিক সংকটোত্তর সময়পর্বে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার , অর্থনৈতিক সামাজিক ও সাস্কৃতিক অগ্রগতি এবং মানব ও প্রকৃতির সংগতিপূর্ণ বিকাশ ত্বরান্বিতকরণের জন্য পর্যটন শিল্প উন্নয়ন আরো দ্রুততর করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । বিভিন্ন দেশের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের উচিত হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে গভীরভাবে পর্যটন শিল্পের বিরাট সম্ভাবনাময় শক্তি সম্প্রসারণ করা , যাতে এ শিল্প অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি টেকসই চালিকা শক্তিতে পরিণত হতে পারে । দ্বিতীয়ত: পর্যটন শিল্প হচ্ছে সবচেয়ে সংমিশ্রণমূলক শিল্পের অন্যতম । পর্যটন শিল্প জাতীয় অর্থনীতির বিভিন্ন শিল্পের সংগে ওতোপ্রোতভাবে জড়িত , যা থেকে দ্রুতভাবে নতুন চাহিদা ,নতুন বাজার ও নতুন পণ্য , নতুন প্রযুক্তিবিদ্যা ও নতুন পরিসেবা এবং কিছু সংখ্যক প্রাণবন্ত নতুন শিল্পের উদ্ভব হতে পারে । পর্যটন শিল্পের দ্রুত উন্নয়ন দিয়ে বিভিন্ন শিল্পের সংমিশ্রণ ও আধুনিক পরিসাবা শিল্পের বিকাশ ত্বরান্বিত করা এবং পরিবেশ সংরক্ষণ , সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশে পর্যটন শিল্পের আরো অবদান রাখা হচ্ছে আমাদের বর্তমান একটি অনিবার্য্য কর্তব্য । তৃতীয়ত: পর্যটন শিল্প আবার একটি স্পর্শকাতর শিল্প । এ শিল্প সহজে প্রকৃতিক বিপর্যয় , অসুখ-বিসুখের প্রাদুর্ভাব এবং অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংকটসহ নানা ধরণের হঠাত ঘটিত ঘটনার জন্য প্রভাবিত হয় । এ ক্ষেত্রে আমাদের উচিত যোগাযোগ জোরদার করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ঘনিষ্ঠতর করা , যাতে সম্প্রীতি ও অভিন্ন জয় ও উন্নয়ন বাস্তবায়ন করা যায় ।
গোলটেবিল সভায় জাতি সংঘ বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রুইফা বলেন , পর্যটন ঘোষণার প্রকাশ সঠিক সময় ও সঠিক স্থানে নেয়া একটি নির্ভুল বাছাই । এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । চীনের প্রকাশিত "রাষ্ট্রীয় পরিষদের পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত মতামত" হচ্ছে চীন সরকারের নেয়া পর্যটন শিল্প উন্নয়নকে সমর্থন ও ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । তিনি তার প্রশংসা করেন । তিনি আশা করেন , পর্যটন শিল্পকে সহায়তার লক্ষ্যে অন্যান্য দেশও অনুরূপ মতামত প্রকাশ করবে ।
বিশ্ব পর্যটন শিল্প পরিষদের চেয়ারম্যান ক্লাউদও এ ঘোষণার প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করেন । তিনি বলেন , বর্তমানে আর্থিক সংকটের কারণে সারা পৃথিবীর পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে । পর্যটন বাজার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । সরকার ও শিল্পপ্রতিষ্ঠান এ সংকট থেকে মুক্ত হতে চাইলে হাইনান ঘোষণার মত প্রচেষ্টার খুবই দরকার । এ ঘোষণা আমাদেরকে একটি সঠিক দিকে নিয়ে যাবে ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সমিতির প্রধান নির্বাহী –কর্মকর্তা দাফের বলেন , অর্থনীতির বিশ্বায়নের সামগ্রিক পরিস্থিতিতে এ ঘোষণার অগ্রণী ভূমিকা রয়েছে ।
এ ঘোষণা গৃহীত হওয়ার পর হাইনান প্রদেশের ডেপুটি গভর্নর থান লি বলেন , হাইনান প্রদেশ সর্বাধিক সদিচ্ছা নিয়ে বিভিন্ন দেশের সংগে পর্যটনের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |