Web bengali.cri.cn   
পর্যটন শিল্প উন্নয়নের কারণে হংকংয়ে বিলাসবহুল পণ্যের বিক্রি ভালো হচ্ছে
  2010-03-23 15:21:06  cri
হংকংয়ের "ওয়েনহুই" পত্রিকার এক খবরে প্রকাশ , এ বছরের জানুয়ারী মাসে হংকংয়ের পণ্য বিক্রির মোট মূল্য ২৯.৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬.৬ শতাংশ বেশি এবং পণ্য বিক্রির মোট পরিমাণও ৩.২ শতাংশ বেড়েছে । তবে মোটের ওপর পণ্য বিক্রির অবস্থা দুই রকম পরিলক্ষিত হচ্ছে । একদিকে উচ্চমানের পণ্য বিক্রির অবস্থা বেশ ভালো এবং অন্যদিকে সস্তা দামের জিনিসপত্রের বিক্রি তেমন ভালো নয় ।

পণ্যগুলোর মধ্যে মোটর গাড়ি ও মোটর গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রির মূল্য ও এগুলোর পরিমাণ বছরে আলাদা আলাদাভাবে ৫৯.৩ শতাংশ ও ৫৬.৮ শতাংশ বেড়েছে । মনিমুক্তা ও অলংকারগুলোর বিক্রির মূল্য ও এগুলোর পরিমাণ পৃথক পৃথকভাবে ২৬.৬ শতাংশ ও ১৫.৫ শতাংশ বেশি । একই সময়ের মধ্যে হংকংয়ের বিভিন্ন সুপার মার্কেটগুলোর পণ্য বিক্রির মূল্য ও এগুলোর পরিমাণ আলাদা আলাদাভাবে ১২.৬ ও ১৫.৫ শতাংশ কমেছে এবং খাদ্যবস্তু বিক্রির পরিমাণ ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে আর এগুলোর বিক্রির মূল্য সামান্য ১.৩ শতাংশ বেড়েছে । এতে দেখা গেছে , পর্যটন শিল্প উন্নয়নের কারণে বিলাসবহুল পণ্য আরো জনপ্রিয় হয়ে উঠেছে । তবে হংকংবাসীরা এখনো সতর্কতার সংগে জিনিসপত্র কিনছেন । এটি সাধারণ পণ্যদ্রব্য বিক্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে ।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের পরিসংখ্যান বিভাগ ৪ মার্চ গত জানুয়ারী মাসের খুচরা পণ্য বিক্রির পরিমাণ প্রকাশ করেছে । এতে দেখা গেছে , বিলাসবহুল পণ্য বিক্রর অবস্থার উন্নতি সবচেয়ে উল্লেখযোগ্য । হংকংয়ের মোটর গাড়ি ও মোটর গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রির মূল্য জানুয়ারী মাসে ১০৪ কোটি ৯০ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে । এটি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫৯.৩ শতাংশ বেশি । জানুয়ারী মাসে মনিমুক্তা ও অলংকার, ঘড়ি ও মূল্যবান উপহারগুলো বিক্রির মূল্য দাঁড়িয়েছে ৫৫৪ কোটি ৪০ লাখ ইউয়ানে ।

একই সময়ের মধ্যে জনসাধারণের জীবনযাত্রার সংগে সম্পর্কিত নিত্য পণ্য বিক্রির অবস্থার তেমন কোনো উন্নতি হয় নি ।এ পণ্যগুলোর মধ্যে হংকংয়ের সুপার মার্কেটগুলোর বিক্রির মূল্য ৩০৫ কোটি ৬০ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে । এটি গত বছরের একই সময়ের তুলনায় ১২.৬ শতাংশ কমেছে । হংকংয়ের বিভিন্ন বিভাগীয় বিপণিগুলোর পণ্য বিক্রির মূল্য দাঁড়িয়েছে ২৯৭ কোটি ৮০ লাখ ইউয়ানে । এটি গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে ।

হংকং প্রশাসনিক অঞ্চলের সরকারের মুখপাত্র বলেছেন , এ বছরের বসন্ত উত্সবের মাস আর গত বছরের বসন্ত উত্সবের মাস একই না হলেও ঋতুগত বিন্যাসের পর গত কয়েক মাসে হংকংয়ের খুচরা পণ্য বিক্রির পরিমাণ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে । অর্থনৈতিক পুনরুদ্ধারের সংগে সংগে আগামী দিনগুলোতেও ভোক্তা আস্থা স্থিতিশীল হয়ে থাকবে বলে অনুমাণ করা হচ্ছে । মুখপাত্র আরো বলেন , সম্প্রতি হংকং সরকার তার আর্থিক বাজেট সংক্রান্ত বিলে অর্থনৈতিক অসুবিধা প্রশমনের ব্যবস্থার কথা প্রকাশ করেছে । এসব ব্যবস্থা পণ্য কেনার ইচ্ছা বাড়াবে । তার ওপর হংকংয়ের পর্যটন শিল্প প্রসারিত হওয়ায় খুচরা পণ্য বিক্রির ব্যাপারে সহায়তা পাওয়া যাবে ।

হংকংয়ের খুচরা বিক্রি ব্যবস্থাপনা সমিতি বলেছে , এ বছরের জানুয়ারী মাসে হংকংয়ে আসা পর্যটকদের সংখ্যা ৫.৯ শতাংশ বেড়েছে । এতে করে পর্যটন শিল্পের সংগে সম্পর্কিত খুচরা বিক্রিরও উন্নতি হয়েছে । এ বছর হংকংয়ের খুচরা বিক্রির পরিমাণ স্থিতিশীলভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে । মুখপাত্র বলেন , হংকংয়ের খুচরা বিক্রি ব্যবস্থাপনা সমিতি গত জানুয়ারী মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সময়ের মধ্যে ৫০টি খুচরা বিক্রি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে । এতে দেখা গেছে , ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে । বিশেষ করে ঘড়ি ও অলংকার প্রতিষ্ঠানগুলো দুই অংকে বেড়েছে ।

অর্থনীতিবিদ কুয়ান ছাও চাও বলেন , হংকংয়ের গোটা খুচরা বিক্রির যে উন্নতি পরিলক্ষিত হচ্ছে , তাতে প্রতিফলিত হয়েছে যে , হংকংবাসী ও পর্যটকরা হংকংয়ের আগামী কয়েক মাসের অর্থনীতি সম্পর্কে পুরোপুরি আস্থাবান ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040