|
ওয়াং ফু ইয়ু তার ভাষণে কুই চৌ প্রদেশের ৪ কোটি লোকের পক্ষ থেকে এ সম্মেলনে অংশ নেয়া সকল প্রতিনিধিকে আন্তরিক সম্বর্ধণা জানিয়েছেন । তিনি বলেন , সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর তাইওয়ানের ১ লাখেরও বেশি পর্যটক কুই চৌ প্রদেশে ভ্রমণ করতে আসেন এবং তাদের সংখ্যা এখনো বেড়েই চলেছে । তিনি আস্থা প্রকাশ করে বলেন , এবারের সম্মেলনের যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমে কুই চৌ প্রদেশ তাইওয়ান ও অন্যান্য প্রদেশের সংগে মিলে পর্যটন ক্ষেত্রে তাদের সহযোগিতা আরো জোরদার করবে ।
তু চিয়াং জাতীয় পর্যটন ব্যূরো ও তাইওয়ান প্রণালীর দুই পাশের পর্যটন বিনিময় সমিতির পক্ষ থেকে দু' পাশের পর্যটন মহলের পুরনো ও নতুন বন্ধুদের প্রাণঢালা সম্বর্ধণা জানিয়েছেন । তিনি বলেন , ১২ বছর আগে তাইওয়ানের পর্যটন মহলের লোকেরা মূলভূভাগের পর্যটন মহলের লোকদের সংগে মিলে নানা বাধা বিপত্তি অতিক্রম করে দুই পাশের পর্যটন শিল্প মৈত্রী সম্মেলনের আয়োজন করেন । গত ১২ বছরে এ সম্মেলনের ব্যাপকতা আরো সম্প্রসারিত হয়েছে এবং আরো বেশি সংখ্যক লোক এ সম্মেলনে যোগ দিচ্ছেন । তাইওয়ান প্রণালীর দুই পাশের পর্যটন মহরের যোগাযোগের প্ল্যাটফোম ও দু' পাশের লোকজনের আদান-প্রদানের জানালা হিসেবে এ সম্মেলন দুই তীরের পর্যটন মহলের বিনিময় ও সহযোগিতা এবং দুই তীরের জনসাধারণের পারস্পরিক সমঝোতা জোরদারের ক্ষেত্রে ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করেছে ।
তু চিয়াং বলেন , কুই ইয়াংয়ে অনুষ্ঠিত এবারের সম্মেলন তাইওয়ান প্রণালীর দুই তীরের পর্যটন বিনিময়ে পাহাড় ও সমুদ্রের সংমিশ্রণের পাশাপাশি ভবিষ্যতে দুই তীরের পর্যটন শিল্পের বিনিময় ও সহযোগিতার একটি নতুন সূচনা হবে ।
হে লান চিং রাষ্ট্রীয় পরিষদের তাওয়ান বিষয়ক কার্যালয়ের বিনিময় ব্যুরোর পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজনকে অভিনন্দিত করেন । তিনি বলেন , ২০০৯ সালে তাইওয়ানের দু' তীরের পর্যটন শিল্পের আদান-প্রদানে ধারাবাহিক লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে । দু' তীরের পর্যটন মহলের ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এ অগ্রগতি সম্ভব হয়েছে ।
তাইওয়ানের পর্যটন শিল্পের মান নিশ্চিতকরণ সমিতির চেয়ারম্যান লিন চিন রুং তার ভাষণে বলেন , তিনি তাইওয়ান প্রণালীর দু' তীরের পর্যটন শিল্পের বিনিময়ও সহযোগিতার সুষ্ঠু বিকাশ সম্পর্কে পুরোপুরি আস্থাবান ।
জানা গেছে , ২০০৯ সালে তাইওয়ান ভ্রমণে যাওয়া মূলভূভাগের পর্যটকদের সংখ্যা বিরাট মাত্রায় বেড়েছে । সারা বছর এ সংখ্যা ৬ লাখ ৬ হাজার ১ শ' ছাড়িয়ে গেছে । এতে করে কাংক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে । তাইওয়ানের একটি জরীপ থেকে জানা গেছে , তাইওয়ানে মূলভূভাগের পর্যটকদের মাথাপিছু ব্যয় ১ হাজার ৮শ' মার্কিন ডলার । এতে করে সারা বছর তাইওয়ানের পর্যটন প্রতিষ্ঠানগুলো মূলভূভাগের পর্যটকদের কাছ থেকে সরাসরি ১৩০ কোটি মার্কিন ডলার উপার্জন করতে সক্ষম হয়েছে । এ বছরের শুরু থেকে তাইয়ান ভ্রমণে যাওয়া মূলভুভাগের পর্যটকদের উত্সাহ আরো বেড়েছে । শুধু বসন্ত উত্সবের হাতদিনের ছুটিতে ৩৫ হাজার পর্যটক তাইওয়ান ভ্রমণ করেছেন ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |