১৯৮৩ সালে বিশ্ব প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়ন 'প্রাকৃতিক পর্যটন' এই ধারণা উত্থাপন করে। সময়ের পরিবর্তন এবং সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে এর তাত্পর্য অব্যাহতভাবে বৃদ্ধি হচ্ছে। কিন্তু দুটি মৌলিক বিষয়ের পরিবর্তন হয় নি। প্রাকৃতিক পর্যটনের শিকার হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক পর্যটনের শিকারে বিলুপ্ত হয় নি। বর্তমানে 'প্রকৃতিতে প্রবেশ এবং প্রকৃতিকে অনুভব করা'র প্রধান লক্ষ্য হিসেবে প্রাকৃতিক দর্শনীয় স্থান মানুষের অবকাশ ও ছুটি কাটানোর ভাল জায়গায় পরিণত হয়েছে এবং এর প্রতি দিন দিন শহরবাসীদের আকর্ষণ বাড়ছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, কিছু কিছু জায়গার প্রাকৃতিক পর্যটনের ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। অনেক পর্যটক ভ্রমণের সময় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে তাদের দায়িত্বের কথাই জানেন না। সুতরাং কিছু ইচ্ছাকৃত বা অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়েছে। চীনের মানুষ ও জীববৈচিত্র জাতীয় কমিটির এক তদন্তে দেখা গেছে, প্রাকৃতিক পর্যটনের কারণে চীনের ২২ শতাংশ প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল ধ্বংস হয়েছে। ১১ শতাংশ পর্যটন সম্পদ বিলুপ্ত হয়েছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর ব্যবস্থা নিয়ে সংস্কার করা উচিত।
খোং চিয়া চিয়া