Web bengali.cri.cn   
বিশ্ব মেলা চলাকালে লিবো জেলা বিনামূল্য ১০ হাজার টিকিট দেবে সাংহাই অধিবাসীদের
  2010-03-09 16:01:51  cri
কুইচৌ প্রদেশের একমাত্র বিশ্ব উত্তরাধিকার তালিকাভূক্ত স্থান লিবো জেলা সূত্রে জানা গেছে, সাংহাই বিশ্ব মেলা থেকে সৃষ্ট ব্যাপক বাজার দেখে লিবো জেলা সাংহাই অধিবাসীদের জন্য বিনামূল্যে দর্শনীয় স্থানের ১০ হাজার টিকিট দেবে। যাতে সাংহাই এবং নিকটবর্তী এলাকার পর্যটন বাজার তেজীয়ান করা যায়।

৭ মার্চ লিবো জেলা পর্যটন দলকে সাংহাইয়ে পাঠিয়েছে। পর্যটন সংস্থা এবং ভ্রাতৃপ্রতিম জেলা ও শহরের সঙ্গে 'চীনা মানুষ সাংহাই বিশ্ব মেলাকে দেখা, সাংহাই অধিবাসী লিবো'র বিশ্ব উত্তরাধিকার তালিকাভূক্ত স্থান ভ্রমণ করা' প্রসঙ্গ হিসেবে ত্বরান্বিতকরণ তত্পরতা তুলে ধরবে। সে সময় লিবো বিনামূল্যে দর্শনীয় স্থানের ১০ হাজার টিকিট সাংহাই অধিবাসীদের দেবে। যাতে সাংহাইয়ের ব্যাপক পর্যটন বাজার সম্প্রসারণ করা যায়।

জানা গেছে, ২০১০ সালে লিবো জেলা ৩০ লাখ পর্যটক অভ্যর্থনা এবং পর্যটনের বহুমুখী আয় ৭৫ কোটি ইউয়ানের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা চালাবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040