তাইওয়ান প্রণালীর দু'তীরের পর্যটন যোগাযোগ বিষয়ক সমিতি'র সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর মূল-ভূভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমণ অব্যাহতভাবে উষ্ণ হয়ে উঠছে। বিশেষ করে বসন্ত উত্সব চলাকালে মূল-ভূভাগের অধিবাসীরা তাইওয়ান ভ্রমণের জোয়ার সৃষ্টি করেছে। মার্চ মাসও বিভিন্ন অঞ্চলের তাইওয়ান ভ্রমণ ও যোগাযোগ তত্পরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া তাইওয়ান ভ্রমণে যাওয়ার অঞ্চল সম্প্রসারণের সংশ্লিষ্ট কাজও সক্রিয়ভাবে ত্বরান্বিত করা হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রের অবস্থা অনুযায়ী ২০১০ সালে মূল-ভূভাগের ৭ লাখ ৫০ হাজারেরও বেশি অধিবাসী তাইওয়ান ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।
খোং চিয়া চিয়া