|
উ ওয়েই কুও হচ্ছেন উত্তর চীনের হেলোংচিয়াং প্রদেশের অধিবাসী। তিনি পেইচিং-এ কাজ করেন। চলতি বছরের বসন্ত উত্সবে তিনি তার বান্ধবীকে নিয়ে বাবামাকে দেখানোর পাশাপাশি বান্ধবীকে উত্তর-পূর্ব চীনের বরফ ও তুষার ভ্রমণের আনন্দ অনুভব করিয়ে দিয়েছেন। তিনি বলেন,
চলতি বছরের বসন্ত উত্সব ও ভালোবাসা দিবস ঠিক একই দিনেই। খুব ভাল লাগে। দু'টি ভালো ব্যাপার এক সাথে আসার মত। এটা আমরা প্রথমবারের মত এক সাথে ভালোবাসা দিবস উদযাপন করি। আনন্দ লাগে। বাবা-মাকে দেখানোর পাশাপাশি বান্ধবীকে বরফ লণ্ঠন ও তুষার ক্রীড়া দেখিয়েছি। এটা আমাদের সেখানকার স্থানীয় বৈশিষ্ট্য।
চলতি বছরের বসন্ত উত্সব চলাকালে চীনের বিভিন্ন এলাকা বৈচিত্র্যময় ভ্রমণ প্রকল্প তুলে ধরেছে। চীনের সবচে' জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে রয়েছে পেইচিং, সাংহাই ও হাইনান ইত্যাদি। পেইচিং পর্যটন প্রশাসনিক বিভাগের তুলে ধরা 'বসন্ত উত্সব কাটানোর জন্য পেইচিং আপনাকে আমন্ত্রণ জানায়' নামের ধারাবাহিক তত্পরতা ৫০টিরও বেশি মন্দির মেলা এবং ১ হাজারেরও বেশি পরিবেশনার আয়োজন করেছে। দেশি-বিদেশি পর্যটকরা বসন্ত উত্সব চলাকালে ঐতিহ্যবাহী ও আধুনিক চীনা সংস্কৃতি অনুভব করতে পারেন। পেইচিং পৌর পর্যটন ব্যুরোর মহাপরিচালক চাং হুইকুয়াং বলেন,
শীতকালে পেইচিং ভ্রমণ আরো মজার। পর্যটন সংস্থার তুলে ধরা পর্যটন লাইনে রয়েছে পেইচিং বা তা লিং মহাপ্রাচীর ভ্রমণ এবং বার্ড নেস্টে এক দিন ভ্রমণ। এছাড়া বিখ্যাত ঐতিহাসিক পার্ক ও বাগান, গ্রীষ্মকালিন প্রাসাদ ও চিংশান পার্কসহ রাজকীয় পার্ক ও রাজকীয় ঐতিহাসিক সাংস্কৃতিক তত্পরতাও রয়েছে।
বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমন তত্পরতার উল্লেখ করলে, তা অবশ্যই মন্দির মেলা। মন্দির মেলা'র আরেকটি নাম হলো 'চীনা মানুষের নিজের ভ্রাম্যমাণ সার্কাস বা মেলা'। প্রায় ২ হাজার বছরের ইতিহাসের মন্দির মেলা আজ পর্যন্ত উন্নয়ন হয়ে এর রূপও দিন দিন পরিবর্তন হয়েছে। চলতি বছরের বসন্ত উত্সব চলাকালে পেইচিংয়ের মন্দির মেলার মধ্যে ঐতিহ্যবাহী মন্দির মেলা ছাড়া পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি মেশানো বিদেশী মন্দির মেলা এবং আন্তর্জাতিক মন্দির মেলাও রয়েছে। পেইচিং শি চিং শান লীলাভূমি'র ডেপুটি জেনারেল ম্যানেজার চাং লিং বলেন,
বিদেশী মন্দির মেলা চীনা জনসাধারণের ঐতিহ্যবাহী মন্দির মেলার রূপের ভিত্তিতে পশ্চিমা দেশগুলোর ফ্যাশনেবল ও মজার সাংস্কৃতিক তত্পরতার সঙ্গে সংযুক্ত করেছে। যেমন পেইচিংয়ের বিদেশী মন্দির মেলা অন্যান্য লোক রীতিনীতি মন্দির মেলার তুলনায় এর জায়গা বড়, পরিবেশও ইউরোপীয় স্টাইলের। এছাড়া বিদেশী খাবার ও দৃশ্য থাকার পাশাপাশি প্রায় একশ' ধরনের খেলা ধূলার প্রকল্প আছে।
চলতি বছরের বসন্ত উত্সব এবং ভালোবাসা দিবস ঠিক একই দিন। কয়েক জোড়া বিদেশী এমনকি নিজেদের বিয়ের অনুষ্ঠান পেইচিংয়ের বিদেশী মন্দির মেলায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। চাং লিং বলেন,
প্রায় ৫ জোড়া বিদেশী বন্ধু আমাদের এখানে রূপকথা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাদের মধ্যে কেউ কেউ সবেমাত্র বিয়ে করেছেন এবং কেউ কেউ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আমাদের এখানে একটি অনুষ্ঠান বা তত্পরতার আয়োজন করা হয়েছে। আমরা পুরুষদেরকে চকলেট এবং নারীদের গোলাপ ফুল দিয়েছি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |