|
এ সমন্বয় গ্রুপের উপপ্রধান ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমহাপরিচালক চাই ওই হুয়া , শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন সিয়াও ইয়া , জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উপমহাপরিচালক থোং মিং খাংসহ সমন্বয় গ্রুপের ১৪টি সদস্য ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অধিবেশনে উপস্থিত ছিলেন ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমহাপরিচালক চাই ওই হুয়া বলেন , এ বছর চীনের লাল পর্যটনের ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন, পরিচালনা ও পরিসেবার কাজ জোরদার করতে হবে । লাল পর্যটনের বুনিয়াদি ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে সরকারী বরাদ্দ বাড়াতে হবে এবং বিভিন্ন ধরণের পুঁজি সুনিশ্চিত করতে হবে । পাশাপাশি লাল পর্যটনের সংগে বিভিন্ন ধরণের পর্যটন পণ্যের সংমিশ্ররণ ও উন্নয়ন করতে হবে । বিভিন্ন স্থানে পরিসেবামূলক পরিবেশ উন্নত করতে হবে এবং বিভিন্ন ধরণের পর্যটক গোষ্ঠীর চাহিদা অনুসারে নিখুঁত ও পরিপূর্ণ পরিসেবা প্রদান করতে হবে । উদ্যোগের সংগে লাল পর্যটন দর্শনীয় স্থানগুলো ও বিভিন্ন স্কুল –বিদ্যালয়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে ।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই বলেন , লাল পর্যটন উন্নয়ন সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে । চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছাং ছুন বার বার বলেছেন , লাল পর্যটন হচ্ছে একটি রাজনৈতিক প্রকল্প , সাংস্কৃতিক প্রকল্প ও গণ কল্যাণমূলক প্রকল্প । তিনি বলেন , ২০০৪-২০১০ সালের জাতীয় লাল পর্যটন উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনার মেয়াদ এ বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে । লাল পর্যটন খাতে পর্যটকদের সংখ্যা ও এ পর্যটন থেকে পাওয়া আয় উভয়ই পরকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পন্ন হয়েছে । গত ৬ বছরে প্রায় ১০০ কোটি পর্যটক চীনের বিভিন্ন লাল পর্যটন দর্শনীয় স্থানে ভ্রমণ করেছেন এবং এ খাতে আয় দাঁড়িয়েছে ৪ শ' বিলিয়ন ইউয়ানে ।
সাও ছি ওই তার ভাষণে বিশেষভাবে লাল পর্যটন উন্নয়নের গুণগত মানের ওপর গুরুত্ব দিয়েছেন । যাতে লাল পর্যটনের আরো ভালো ও দ্রুত বিকাশ হতে পারে । তিনি আরো বলেন , আগের পর্যায়ে চীনের লাল পর্যটন সংক্রান্ত কাজকর্মের গুরুত্বপূর্ণ দিক ছিল ভিত্তি স্থাপন করা এবং এ পর্যটন শিল্পের আরো দ্রুত উন্নয়ন করা । আগামী পর্যায়ে আমাদের প্রধান কাজ হবে এর ভিত্তিতে লাল পর্যটনের গুণগত মানোন্নয়নের ওপর মনোযোগ দেয়া ।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপমহাপরিচালক চু চি সিন বলেন , লাল পর্যটন উন্নয়ন সম্পর্কে শীর্ষ নেতাদের ধারাবাহিক নির্দেশ হচ্ছে লাল পর্যটন সংক্রান্ত কাজকর্ম ভালোভাবে চালানোর মতাদর্শগত ভিত্তি ইও দিক-নির্দেশনা । তাই আমাদের বিভিন্ন বিভাগকে নিষ্ঠার সংগে তাদের নির্দেশ বাস্তবায়ন করতে হবে । এ বছর হচ্ছে চীনের লাল পর্যটন উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের শেষ বছর । আমাদেরকে মনোযোগের সংগে অতীতের কাজকর্মের সারসংকলন করতে হবে । এ কাজ করার সময় একদিকে আমাদের অর্জিত সাফল্য দেখতে হবে , অন্যদিকে ঠান্ডা মাথায় আমাদের কাজকর্মের মধ্যে বিদ্যমান বিভিন্ন দ্বন্দ্ব ও সমস্যার বিশ্লেষণ করতে হবে । তিনি লাল পর্যটনের দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা প্রণয়নের কাজের ওপরও গুরুত্ব দিয়েছেন ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |