২০০৯ সালে ১৫ কোটি ২০ লাখ দেশী-বিদেশী পর্যটক হুপেই প্রদেশ ভ্রমণ করেছেন। তা ২০০৮ সালের চেয়ে ২৮.৮৩ শতাংশ বেশি। এছাড়া মোট পর্যটন আয় দাঁড়িয়েছে ১০.০৪৪৮ বিলিয়ন ইউয়ানে। তা ২০০৮ সালের চেয়ে ৩৪.৯৮ শতাংশ বেশি। ফলে হুপেই প্রদেশের পর্যটন আয় প্রথমবারের মত ১০০ বিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে।
গত বছর হুপেই প্রদেশ ১৫ কোটি ৬ লাখ ৫১ হাজার ৮শ' অভ্যন্তরীণ পর্যটক অভ্যর্থনা জানিয়েছে। তা তা ২০০৮ সালের চেয়ে ২৯ শতাংশ বেশি। অভ্যন্তরীণ পর্যটন আয় ছিল ৯৬.৯৬৩ বিলিয়ন ইউয়ান। তা ২০০৮ সালের চেয়ে ৩৫.৯১ শতাংশ বেশি। ১৩ লাখ ৩৪ হাজার ৬শ' প্রবেশকারী পর্যটক হুপেই ভ্রমণ করেছেন। তা ২০০৮ সালের চেয়ে ১২.৩৯ শতাংশ বেশি। সারা বছরে হুপেই প্রদেশের মোট পর্যটন আয় প্রায় সারা প্রদেশের জিডিপি'র ৭.৮৩ শতাংশ। সারা প্রদেশের জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নে পর্যটন শিল্পের অবস্থান অব্যাহতভাবে বাড়ছে।
খোং চিয়া চিয়া