Web bengali.cri.cn   
১৩তম তাইওয়ান প্রণালীর দু'তীরের পর্যটন শিল্প গোষ্ঠী সমিতির প্রশিক্ষণ কোর্স কুই ইয়াং-এ অনুষ্ঠিত হচ্ছে
  2010-03-02 16:10:27  cri
২ থেকে ৪ মার্চ পর্যন্ত তাইওয়ান প্রণালীর দু'তীরের পর্যটন যোগাযোগ সমিতি এবং তাইওয়ান পর্যটন শিল্পের লিউ তা কোং সমিতির যৌথ উদ্যোগে ১৩তম তাইওয়ান প্রণালীর দু'তীরের পর্যটন শিল্প গোষ্ঠী সমিতি কুইইয়াং-এ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের অভ্যর্থনা কাজ সুষ্ঠুভাবে করা এবং সম্মেলনের সাফল্য নিশ্চিত করার জন্য সমিতির সমন্বয় গ্রুপের কর্মকাণ্ড অনুযায়ী কুইচৌ প্রাদেশিক পর্যটন ব্যুরো ২৪ ফেব্রুয়ারি কুই ইয়াং-এ সংশ্লিষ্ট সেবা কর্মীদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। কুইচৌ প্রদেশের পর্যটন ব্যুরো, কুই ইয়াং পৌর পর্যটন শিল্প উন্নয়ন সমিতির কর্মকর্তা এবং অন্যান্য সেবা কর্মী, পথপ্রদর্শক ও গাড়ি-চালকসহ মোট ১১০জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040