Web bengali.cri.cn   
বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরাম অনুষ্ঠিত হবে
  2010-02-23 16:11:02  cri
আরো বিশ বাইশ দিন পর দক্ষিণ চীনের বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরাম হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে । ৩১ জানুয়ারী আমাদের সংবাদদাতা হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে বিভিন্ন মহলের ব্যক্তিদের সাক্ষাত্কার নিয়েছেন । তারা ব্যাপকভাবে আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার প্রথম বছরে আন্তর্জাতিক পর্যটন ফোরামের আয়োজনের প্রশংসা করেছেন এবং এ উদ্যোগকে সমর্থনের কথা প্রকাশ করেছেন ।

হাইনান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াং চিং উ মনে করেন যে , বোআও আন্তর্জিতিক পর্যটন ফোরামের আয়োজনের তিনটি ইতিবাচক তাত্পর্য রয়েছে । প্রথমত হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার প্রথম বছরে আসন্ন আন্তর্জাতিক পর্যটন ফোরাম হবে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ । হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ বিশ্বে একমাত্র না হলেও অন্তত চীনে তা একমাত্র আন্তর্জাতিক পর্যটন দ্বীপ । বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরামে অংশ নেয়ার জন্যে দেশ বিদেশের প্রায় এক হাজার বিশেষজ্ঞকে আমন্ত্রণ করা হয়েছে । তারা হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার ক্ষেত্রে বিজ্ঞতার ভান্ডারে পরিণত হবেন । এ পর্যটন ফোরামের মাধ্যমে সমালোচনামূলক মতামতসহ চীন ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা হবে ,যাতে হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপকে আরো সুন্দর করে নির্মাণ করা যায়। দ্বিতীয়ত বোআও এশীয় ফোরামের সহায়তায় বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরামের আয়োজন করা হয়েছে । এটি এশীয় ফোরামের উদ্ভূত একটি নতুন আন্তর্জাতিক পর্যায়ের ফোরাম এবং আন্তর্জাতিক পর্যটন সমস্যা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সভাস্থল । এ ফোরামের মাধ্যমে সারা পৃথিবীর সামনে হাইনান পর্যটন আন্তর্জাতিক দ্বীপকে তুলে ধরা যাবে , যাতে এ আন্তর্জাতিক দ্বীপের সুনাম সম্প্রসারণ করা যায় । তৃতীয়ত আন্তর্জাতিক পর্যটন ফোরামের আয়োজন এবং হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার লক্ষ্য একই । এ ফোরাম হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চালিকা শাক্তি হয়ে থাকবে । এখন থেকে বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরাম আন্তর্জাতিক পর্যায়ের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ ফোরামে পরিণত হবে । এক বছর পর পর এ ফোরাম অনুষ্ঠিত হবে । এভাবে আগের বোআও এশীয় ফোরাম এখন দুটি ফোরামে পরিণত হয়েছে । পরবর্তীকালে আরো তৃতীয় বা চতুর্থ ফোরামও দেখা দিতে পারে । আশা করা হচ্ছে যে , পরে বছরে কিছু না কিছু আন্তর্জাতিক সম্মেলন চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে । গোটা হাইনান প্রদেশের গঠনকাজ ও উন্নয়নের ক্ষেত্রে এর ব্যাপক তাত্পর্য রয়েছে ।

পাশাপাশি অধ্যাপক ওয়াং ই চু মনে করেন যে , ভবিষ্যতে চীনের হাইনান প্রদেশের বোআওতে নিম্ন কার্বন অর্থনীতি ফোরাম ও আন্তর্জাতিক শিক্ষা ফোরামসহ নানা ধরণের আন্তর্জাতিক ফোরামের আয়োজন হতে পারে । এভাবে হাইনান আন্তর্জাতিক দ্বীপ একটি আন্তর্জাতিক সম্মেলন দ্বীপ ও ফোরাম দ্বীপে পরিণত হবে । যা হাইনান প্রদেশের দ্রুত বিকাশ ত্বরান্বিত করবে ।

হাইনান প্রদেশের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য তাই হুং মনে করেন , আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলার উদ্যোগ চীনের হাইনান প্রদেশের জন্যে নতুন উন্নয়নের একটি সুবর্ণ সুযোগ । ২২ বছর আগে হাইনান আলাদা একটি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় । কিন্তু তখন যথেষ্ট অভিজ্ঞতার অভাবে এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনা না থাকায় হাইনান প্রদেশকে অনেক বেগ পেতে হয়েছে এবং হাইনান প্রদেশের আরো দ্রুত উন্নয়নের অনেক ভালো সুযোগ ফসকে গেছে । আসন্ন বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরামের মাধ্যমে হাইনান প্রদেশের বিভিন্ন মহলের ব্যক্তিরা এ পর্যটন দ্বীপের নির্মাণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন ।

মাদাম তাই হুং মনে করেন , হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ে তোলা যেমন হাইনান প্রদেশের ব্যাপার , তেমনি সারা চীনের ব্যাপার । সকলে সম্মিলিত প্রচেষ্টা চালালে নিশ্চয় এ আন্তর্জাতিক পর্যটন দ্বীপকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে ।

বোআওবাসী মিস্টার ওয়াং মনে করেন যে , বোআও আন্তর্জাতিক পর্যটন ফোরামের আয়োজন স্বভাবতই একটি ভালো ব্যাপার । কেন না আন্তর্জাতিক পর্যটন দ্বীপ নির্মাণ করতে হলে একটি শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ফোরামের সমন্বয়ের দরকার পড়বে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040