চীনের 'বাঘ বর্ষ'-এর বসন্ত উত্সব উপলক্ষ্যে বিদেশে ভ্রমণকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। হাংচৌ শহরের বেশ কয়েকটি পর্যটন সংস্থার খবরে জানা গেছে, দাম বৃদ্ধি পাওয়া সত্বেও হাংচৌবাসীদের বিদেশে যাওয়ার প্রবণতা একটুও কমে নি। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হাংচৌ জরিপ দলের পরিসংখ্যান অনুযায়ী বসন্ত উত্সবের সময় হাংচৌ'র ১৬.৫ শতাংশ পরিবার পরিভ্রমণে যাবে। এর মধ্যে হংকং, ম্যাকাও ও তাইওয়ান এবং বিদেশগামী পর্যটকের সংখ্যা ৯ শতাংশ।
জানা গেছে, বসন্ত উত্সব চলাকালে হাংচৌ কর্তৃপক্ষ বালি দ্বীপ, ফুকেট দ্বীপ ও হোক্কাইদোসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভাড়া বিমানের ব্যবস্থা করেছে। ভাড়া ও সরাসরি বিমান ভ্রমণের পাশাপাশি কম মূল্যের কারণে ব্যয় কিছুটা কম হবে। ভাড়া বিমানের ভাড়া কিছুটা কম হওয়া ছাড়াও অন্যান্য হট লাইনের টিকিটের দাম সাধারণ মানে বজায় রয়েছে।
খোং চিয়া চিয়া