সাংহাই বিশ্ব মেলার চীনা প্যাভিলিয়নের নির্মাণ কাজ ৮ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। ফলে 'প্রাচ্যের রাজমুকুট' বলে পরিচিতি পাওয়া বিশ্ব মেলার চিরস্থায়ী স্থাপত্য প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সার্বিকভাবে সাজসজ্জা, প্রদর্শনীর প্রস্তুতি এবং চালু হওয়ার প্রস্তুতি পর্যায়ে প্রবেশ করেছে। চীনের ২০১০ সাংহাই বিশ্ব মেলা কিছুদিনের মধ্যেই তার বিশ্বমুখীন দরজা খুলবে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, সাংহাই কেন্দ্র-শাসিত মহানগরের পৌর কমিটির সম্পাদক ও সাংহাই বিশ্ব মেলার সাংগঠনিক কমিটির প্রথম ভাইস-চেয়ারম্যান ইয়ু জেংশেং নির্মাণ সম্পন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং চীনা প্যাভিলিয়নের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ঘোষণা করেন।
খোং চিয়া চিয়া