Web bengali.cri.cn   
বসন্ত উত্সব চলাকালে ইয়ানথাইশান দর্শনীয় স্থানের বৈশিষ্ট্যময় লোক রীতিনীতি তুলে ধরা হবে
  2010-02-16 21:36:16  cri
বসন্ত উত্সব চলাকালে শহরবাসীদের সাংস্কৃতিক জীবন সমৃদ্ধ করার জন্য শানতোং প্রদেশের ইয়ানথাইশান দর্শনীয় স্থানের বৈচিত্র্যময় লোক রীতিনীতি ও তত্পরতা প্রদর্শনের প্রস্তুতি চলছে।

ইয়ানথাইশান দর্শনীয় স্থানে বিলিয়ন ইউয়ান ব্যয়ে জিবো শহরের চৌ গ্রামের সঙ্গে 'অতিথি পরায়ণ শানতোং, ইয়ানথাই শীর্ষক বার্ষিক সম্মেলন উদযাপন করা' প্রতিপাদ্য হিসেবে ইয়ানথাইশান ২০১০ বৃহদাকার লণ্ঠন উত্সব ও লণ্ঠন ধাঁধা তত্পরতাকে তুলে ধরা হবে। চন্দ্র পঞ্জিকার প্রথম দিন থেকে ১৫তম দিন পর্যন্ত শহরবাসীদের সম্মিলন ঘটবে। সে সময় বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি বৃহদাকার লণ্ঠন প্রদর্শিত হবে।

এছাড়া লণ্ঠন উত্সব সমন্বয় করার জন্য চন্দ্র পঞ্জিকার প্রথম ৬ দিন ইয়ানথাইশান দর্শনীয় স্থান প্রতি দিন বিভিন্ন ধরনের ইয়ানথাই বৈশিষ্ট্যময় লোক রীতিনীতি প্রদর্শনীও তুলে ধরা হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040