|
মাদাম চু এ বছরের বসন্ত উত্সবের সময় দ্বীপাঞ্চল ভ্রমণ করতে চেয়েছিলেন । কিন্তু কিছু দিন আগে তিনি খবর পেয়েছেন , বিভিন্ন দ্বীপে পর্যটনের দাম আগের চেয়ে অনেক বেড়েছে । তিনি বলেন , ফিলিপাইনের সেবু দ্বীপ ভ্রমণের জন্যে আগের দাম ছিল ৫ হাজার ইউয়ান । এখন তা ৬ হাজার ইঊয়ান ছাড়িয়ে গেছে ।
জানা গেছে , এ বছরের বসন্ত উত্সবের সময় দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী কুয়াং চৌয়ের শহরবাসীদের মধ্যে অনেকে বাইরে ভ্রমণের পরিকল্পনা নিয়েছেন । ফলে দু' সপ্তাহ আগে বিভিন্ন স্থানে যাওয়ার জন্যে বিমানের টিকিট ফুরিয়ে গেছে । এ অবস্থা মোকাবিলার জন্যে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান অস্থায়ীভাবে আরো বেশি বিমানের টিকিট পাওয়ার জন্যে নানা বিমান কোম্পানির সংগে যোগাযোগ করছে । অনেক বিমান কোম্পানি এ সুযোগকে কাজে লাগিয়ে বিমানের টিকিটের কমিশন কমিয়ে দিয়েছে , যার ফলে বিভিন্ন স্থানে পর্যটনের দাম স্বাভাভিকভাবে বেড়েছে ।
সাধারণ সময় ফিলিপাইনের সেবু দ্বীপ ভ্রমণের জন্যে দাম পড়তো ২ হাজার ইউয়ান । কিন্তু আসন্ন বসন্ত উত্সবের সময় এ দাম বাড়তে বাড়তে ৬ হাজার ইউয়ানে উন্নীত হয়েছে । এর বৃদ্ধি হার হচ্ছে ২০০ শতাংশ ।
চীনের অভ্যন্তরীণ পর্যটনের অবস্থাও তাই । যেমন চীনের হাইনান প্রদেশের বিখ্যাত দর্শনীয় স্থান সান ইয়ার সমুদ্রতীরবর্তী পাঁচতারা হোটেলে থাকার দাম ইতোমধ্যে ৫০০ শতাংশ বেড়েছে । কুয়াং চৌ থেকে পেইচিংয়ে যাওয়ার ফ্লাইট খুব কম বলে কুয়াং চৌয়ের পর্যটন প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ফ্লাইট ভাড়া করতে হচ্ছে ।
আমাদের সংবাদদাতা জানতে পেরেছেন , বসন্ত উত্সবের আগে পর্যটকরা কুয়াং চৌ থেকে বিভিন্ন স্থানে গেলে ৮০ শতাংশ কমিশনে বিমানের টিকিট কিনতে পারেন । কিন্তু বসন্ত উত্সবের একটু আগে বা পরে এ ধরণের বিমানের টিকিট সবই পুরো দামেই কিনতে হবে ।
তবে বসস্ত উত্সবের পর বিভিন্ন স্থানের বিমানের টিকিটের দাম অনেক মাত্রায় কমে আসবে । যেমন পেইচিং থেকে ছাং ছুন , সাংহাই , কুইইয়াং , ছুংছিং ও ছেংতুতে গেলে ৩০ শতাংশ কমিশনে বিমানের টিকিট পাওয়া যাবে । এমন কি বসন্ত উত্সবের পর সাংহাই থেকে শেনইয়াং , ছিং তাও ও তালিয়ানে গেলে ৯৯ ইউয়ান দিয়ে বিমানের টিকিট কিনতে পাওয়া যাবে ।
বিভিন্ন স্থানের হোটেলগুলোতেও একই অবস্থা । যেমন বসন্ত উত্সবের পর রাজধানী পেইচিংয়ের আন্তর্জাতিক যুব মোটেলে একদিন থাকার জন্যে মাত্র বিশ ত্রিশ ইউয়ান লাগবে । এমন কি কোনো চারতারা হোটেলে একদিন থাকার জন্যে দু' শ' ইউয়ানেরও কম ।
জানা গেছে , আসন্ন বসন্ত উত্সবের সময় আগামী ১০ ও ১৭ ফেব্রুয়ারী হবে পর্যটনের দামের দুটি সন্ধিক্ষণ । অধিকাংশ স্থানে পর্যটনের দাম ১০ ফেব্রুয়ারীর পর লক্ষ্যণীয়ভাবে বাড়তে থাকবে । ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারী পর্যটনের দাম শীর্ষ স্থানে উঠবে । ১৭ ফেব্রুয়ারী থেকে পর্যটনের দাম স্পষ্টভাবে কমে আসবে । ২০ ফেব্রুয়ারীর পর পর্যটনের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |