৬ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটায় ৩২ লাখ রঙিন লণ্ঠন আনহুই প্রদেশের জি গোং শহরের রঙিন লণ্ঠন পার্কে প্রজ্বলিত করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৬তম জি গোং আন্তর্জাতিক ডাইনোসর রঙিন লণ্ঠন উত্সব শুরু হয়েছে। চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ও চিউ সান সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ওয়াং জিজেন অনুষ্ঠান উদ্বোধন করেছেন।
জি গোং লণ্ঠন উত্সব হচ্ছে আনহুই প্রদেশের ঐতিহ্যিত সংস্কৃতির ধারা এবং জাতীয় পর্যটন ব্যুরোর বিদেশে তুলে ধরা বৃহদাকার লোক রীতিনীতির উদযাপনী অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এবারের লণ্ঠন উত্সব চলতি বছর আনহুই প্রদেশের প্রথম এবং সবচেয়ে বড় পর্যটন তত্পরতা। 'বিজ্ঞান ও প্রযুক্তি, পারস্পরিক যোগাযোগ, সাফল্য ও বিস্ময়' এবারের লণ্ঠন উত্সবের প্রসঙ্গ। ১৫ হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছে।
খোং চিয়া চিয়া