|
সম্মেলনে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাং ছি ওই একটি কার্যবিররণী পেশ করেন । কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের ভাইস চেয়ারম্যান কাং সুংও ভাষণ দেন । জাতীয় পর্যটন ব্যূরোর উপমহাপরিচলক ওয়াং চি ফা সম্মেলনে সভাপতিত্ব করেন এবং সম্মেলনের সারসংকলন করেন । রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় , জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ,অর্থ মন্ত্রণালয় , হিসাব নিরীক্ষণ বিভাগসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি , ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চল , কিছু কিছু পর্যটন শহরের কর্মকর্তা ,জাতীয় পর্যায়ের পর্যটন ও ছুটি বিনোদন এলাকা , বিভিন্ন পর্যটন সমিতি ,পর্যটন ইন্সটিটিউট ও পর্যটন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ কর্মসম্মেলনে উপস্থিত ছিলনে ।
জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাং ছি ওই তার ভাষণে ২০০৯ সালে চীনের পর্যটন শিল্পের কাজের পর্যালোচনা করেন । তিনি বলেন , ২০০৯ সালে সারা দেশের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীরা একদিকে নিরলসভাবে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা করে পর্যটন শিল্পের উন্নয়ন বজায় রেখেছেন , অন্যদিকে চীনের পর্যটন শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন করে পর্যটন শিল্পের সংস্কার ও উদ্ভাবন করেছেন । গত বছর চীনের পর্যটন শিল্প কঠোর পরীক্ষা ও চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে এবং পর্যটনের পরিবেশ অনেক উন্নত হয়েছে । গত বছর চীনের পর্যটন শিল্প দেশের কৌশলগত ব্যবস্থায় অন্তর্ভূক্ত হয়েছে এবং পর্যটন শিল্পের প্রাণশক্তি ও প্রভাব বেড়েই চলেছে ।
সাং ছি ওই বলেন , গত এক বছরে চীনের বিভিন্ন পর্যটন শিল্পপ্রতিষ্ঠান সংকট মোকাবিলা ও বৃদ্ধি ত্বরান্বিতকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞয় করেছে । এ অভিজ্ঞতা হচ্ছে সংকটের মধ্যেও ইতিবাচক উপাদান উদ্ভাবন করতে হবে এবং সুযোগকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প উন্নয়নের উদোগ নিতে হবে । চীনের পর্যটন শিল্পের আরো দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের জন্যে এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
সাও ছি ওই বলেন , ২০১০ সালে চীনের পর্যটন শিল্পের সাধারণ কর্তব্য হচ্ছে অভ্যন্তরীণ পর্যটনকে অবলম্বন হিসেবে গ্রহণ করে বিদেশী পর্যটকদের আকর্ষণ করার কাজও জোরদার করা । পাশাপাশি চীনা পর্যটকদের বিদেশ ভ্রমণকেও উত্সাহিত করা ।
এ বছরের পর্যটন শিল্প উন্নয়নের ইতিবাচক ও নেতিবাচক উপাদানের বিশ্লেষণ করে সম্মেলন মনে করে যে , ২০১০ সালে চীনের অভ্যন্তরে পর্যটন শিল্পের স্থিতিশীল ও দ্রুত বৃদ্ধি বজায় থাকবে ,চীনে বিদেশী পর্যটকদের ভ্রমণ সার্বিকভাবে পুনরুদ্ধার করা হবে এবং বিদেশে চীনা পর্যটকদের ভ্রমণ স্থিতিশীলভাবে বিকশিত হবে । সারা বছর চীনের পর্যটন শিল্পের আনুমানিক লক্ষ্যমাত্রা হচ্ছে : দেশের মধ্যে পর্যটকদের সংখ্যা ২১৫ কোটিতে দাঁড়াবে , এটি গত বছরের চেয়ে ১৩ শতাংশ বাড়বে । দেশের পর্যটন শিল্প থেকে আয় দাঁড়াবে ১ ট্রিলিয়ন ইউয়ানে , এটি গত বছরের চেয়ে ১৩ শতাংশ বাড়বে । ২০১০ সালে বিদেশী পর্যটকদের সংখ্যা ১৩ কোটিতে দাঁড়াবে , এটি গত বছরের চেয়ে ৫ শতাংশ বেশি হবে এবং বৈদেশিক মুদ্রার আয় দাঁড়াবে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে , এটি গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি হবে । ২০১০ সালে ৫ কোটি ১০ লাখ চীনা নাগরিক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন , এটি গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি হবে এবং এ খাতে মোট আয় দাঁড়াবে ১ টিলিয়ন ইউয়ানে , এটি গত বছরের চেয়ে ১২ শতাংশ বেশি হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |