Web bengali.cri.cn   
২০১০ সালে চীনের জাতীয় পর্যটন সংক্রান্ত কর্মসম্মেলন নাননিংয়ে অনুষ্ঠিত
  2010-02-09 10:49:30  cri
সার্বিকভাবে "রাষ্ট্রীয় পরিষদের পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত মতামত" বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার বিজয় অর্জনের লক্ষ্যে ২৫ থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত চীনের কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে জাতীয় পর্যটন সংক্রান্ত কর্মসম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের প্রধান কাজ ছিল ২০০৯ সালে চীনের পর্যটন কাজের সারসংকলন করা এবং ২০১০ সালে চীনের পর্যটন কাজের পরিকল্পনা করা , যাতে চীনের পর্যটন শিল্পকে জাতীয় অর্থনীতির মেরুদন্ডস্থানীয় একটি কৌশলগত শিল্প এবং জনসাধারণের কাছে আরো সন্তোষজনক আধুনিক পরিসেবা শিল্প হিসেবে গড়ে তোলা যায় ।

সম্মেলনে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাং ছি ওই একটি কার্যবিররণী পেশ করেন । কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের ভাইস চেয়ারম্যান কাং সুংও ভাষণ দেন । জাতীয় পর্যটন ব্যূরোর উপমহাপরিচলক ওয়াং চি ফা সম্মেলনে সভাপতিত্ব করেন এবং সম্মেলনের সারসংকলন করেন । রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় , জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ,অর্থ মন্ত্রণালয় , হিসাব নিরীক্ষণ বিভাগসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি , ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়ত্তশাসিত অঞ্চল , কিছু কিছু পর্যটন শহরের কর্মকর্তা ,জাতীয় পর্যায়ের পর্যটন ও ছুটি বিনোদন এলাকা , বিভিন্ন পর্যটন সমিতি ,পর্যটন ইন্সটিটিউট ও পর্যটন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ কর্মসম্মেলনে উপস্থিত ছিলনে ।

জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাং ছি ওই তার ভাষণে ২০০৯ সালে চীনের পর্যটন শিল্পের কাজের পর্যালোচনা করেন । তিনি বলেন , ২০০৯ সালে সারা দেশের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীরা একদিকে নিরলসভাবে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা করে পর্যটন শিল্পের উন্নয়ন বজায় রেখেছেন , অন্যদিকে চীনের পর্যটন শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন করে পর্যটন শিল্পের সংস্কার ও উদ্ভাবন করেছেন । গত বছর চীনের পর্যটন শিল্প কঠোর পরীক্ষা ও চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে এবং পর্যটনের পরিবেশ অনেক উন্নত হয়েছে । গত বছর চীনের পর্যটন শিল্প দেশের কৌশলগত ব্যবস্থায় অন্তর্ভূক্ত হয়েছে এবং পর্যটন শিল্পের প্রাণশক্তি ও প্রভাব বেড়েই চলেছে ।

সাং ছি ওই বলেন , গত এক বছরে চীনের বিভিন্ন পর্যটন শিল্পপ্রতিষ্ঠান সংকট মোকাবিলা ও বৃদ্ধি ত্বরান্বিতকরণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞয় করেছে । এ অভিজ্ঞতা হচ্ছে সংকটের মধ্যেও ইতিবাচক উপাদান উদ্ভাবন করতে হবে এবং সুযোগকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প উন্নয়নের উদোগ নিতে হবে । চীনের পর্যটন শিল্পের আরো দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের জন্যে এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।

সাও ছি ওই বলেন , ২০১০ সালে চীনের পর্যটন শিল্পের সাধারণ কর্তব্য হচ্ছে অভ্যন্তরীণ পর্যটনকে অবলম্বন হিসেবে গ্রহণ করে বিদেশী পর্যটকদের আকর্ষণ করার কাজও জোরদার করা । পাশাপাশি চীনা পর্যটকদের বিদেশ ভ্রমণকেও উত্সাহিত করা ।

এ বছরের পর্যটন শিল্প উন্নয়নের ইতিবাচক ও নেতিবাচক উপাদানের বিশ্লেষণ করে সম্মেলন মনে করে যে , ২০১০ সালে চীনের অভ্যন্তরে পর্যটন শিল্পের স্থিতিশীল ও দ্রুত বৃদ্ধি বজায় থাকবে ,চীনে বিদেশী পর্যটকদের ভ্রমণ সার্বিকভাবে পুনরুদ্ধার করা হবে এবং বিদেশে চীনা পর্যটকদের ভ্রমণ স্থিতিশীলভাবে বিকশিত হবে । সারা বছর চীনের পর্যটন শিল্পের আনুমানিক লক্ষ্যমাত্রা হচ্ছে : দেশের মধ্যে পর্যটকদের সংখ্যা ২১৫ কোটিতে দাঁড়াবে , এটি গত বছরের চেয়ে ১৩ শতাংশ বাড়বে । দেশের পর্যটন শিল্প থেকে আয় দাঁড়াবে ১ ট্রিলিয়ন ইউয়ানে , এটি গত বছরের চেয়ে ১৩ শতাংশ বাড়বে । ২০১০ সালে বিদেশী পর্যটকদের সংখ্যা ১৩ কোটিতে দাঁড়াবে , এটি গত বছরের চেয়ে ৫ শতাংশ বেশি হবে এবং বৈদেশিক মুদ্রার আয় দাঁড়াবে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে , এটি গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি হবে । ২০১০ সালে ৫ কোটি ১০ লাখ চীনা নাগরিক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন , এটি গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি হবে এবং এ খাতে মোট আয় দাঁড়াবে ১ টিলিয়ন ইউয়ানে , এটি গত বছরের চেয়ে ১২ শতাংশ বেশি হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040