Web bengali.cri.cn   
শি বাই পোও : চীনের স্বাধীনতার পতাকা উড়ার পাদপীঠ – সাত
  2010-02-06 16:17:56  cri

কমরেড জু ডে এ গৃহে থাকতেন

আমরা চৌ এন লাইয়ের বাসা থেকে বেড়িয়ে হাটতে থাকি পাশের বাড়িটির দিকে । দেখতে দেখতে আমাদের বেশ খিদে পেয়ে যায় । মূলত আমরা ভোর পৌনে ছ'টায় হোটৈল থেকে বেড়িয়ে পড়ি বলে আমাদের কারোরই সকালের নাস্তা খাওয়া হয় নি । ভাগ্যিস আমার ব্যাগে দু'টি কলা আর আগের দিনের কিছু বিস্কুট ছিল । আমরা যেখানে বড় আকারের মিল স্টোন অর্থাত্ শস্য দানা ভাঙানোর যাতি কলের সামনে এসে পাশের বেঞ্চে বসে পড়লাম । এই আরেকটি যাতাকল । এটিও চেয়ারম্যান মাও সে তুং পরবর্তি সময়ে সবার কাজে লাগার সুবিধার কথা ভেবে রেখে দিয়েছিলেন । হেঁটি আসার সময় আমরা দেখলাম ঠেলা গাড়ির বড় চাকা । দেয়ালের গায়ে ঠেস দিয়ে যত্নসহকারে রেখে দেয়া হয়েছে । এসচ ঠেলা গাড়ি দিঁয়ে তখন যুদ্ধাস্ত্রসহ মালপত্র আনা নেয়া করা হতো । এছাড়াও ঠেলা গাড়ির মত টেনে নেয়া একই ধরনের এগাড়িগুলো নাকি যুদ্ধের সময় আরো বহুমুখী কাজে লাগানো হতো । সে যাই হোক, আমরা বিশেষ করে বুল বুল ভাই আর আমি ব্যাগ থেকে কলা ও বিস্কুট বেড় করে চীনের আতীত দিনের স্মৃতি রোমহ্নন করতে করতে খেয়ে নিলাম । চিত্রশিল্পী মইনুল ভাই আমাদের সংগে যোগ দিয়ে কলা বিস্কুট খেলেন । খেতে খেতে আমাদের মনে হয়েছিল, যুদ্ধের সময় এখানে থাকা নি:স্বার্থ ও ত্যাগি সৈনিকরা সাধারণ মানুষের খাবারের চেয়েও নিম্নমানের খাবার হয়তো খেয়েই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন । হাড় জমানো শীতের দিনেও তারা এই নিরব নি:ঝুম পাহাড়ের মাঝখানে প্রয়োজনের চেয়েও অতি সামান্য কাপড়েই কাটিয়েছিলেন । তাদের এই আত্মত্যাগের মহান অবদানের কথা মনে হলে সত্যিই শ্রদ্ধার সংগে তাদের প্রতি সম্মান জানাতে হয় অন্তরের অন্তস্হল থেকে ।

আমরা মাও সে তুঙ-এর ঘরের পেছনের পথ দিয়ে একটু সামনে এগিয়ে যেতেই গাছ আর ঘাস-আগাছায় ছেয়ে থাকা পাহাড়ের মাঝখানে দেখতে পাই একটি সুরঙ্গের মুখ । খুবই অবাক লাগলো দেখে । দেখলাম দু'একজন পর্যটক ঢুকে পড়ছে তাতে । আমরাও কৌতুহলবশত তাতে ঢুকে পড়লাম । ঘুট ঘুটে অন্ধকার । দু'চোখে কিছুই দেখা যায় না । প্রথম দিকে কিছুটা ভয় ভয় লাগছিল । দেখলাম আমাদের সামনেই ধীর পায়ে হেঁটে হেঁটে এগুচ্ছে সদ্য বিবাহিতা একজোড়া চীনা দম্পতি । এখানে একটি কথা উল্লেখ করতে হয় যে, ১৯৯৪ সালে আমি যখন বাংলাদেশের ৪০ সদস্য বিশিস্ট সাংস্কৃতিক দলের ম্যানেজার হিসেবে রাশিয়া সফরকালে মস্কো, লেনিনগ্রাদ ও হিম শীতল ঠান্ডার দেশ সাইবেরিয়ায় অবাক হয়ে দেখেছি সে দেশের তরুণ তরুণীরা বিয়ের পর চার্চ বা ধর্মীয় স্হান থেকে বেড়িয়ে সোজা চলে আসে তাদের ঐতিহাসিক ও স্মৃতিময় স্হানগুলোতে । এ যে দেশের প্রতি, নিজস্ব ঐতিহ্যের প্রতি আর নিজের দেশকে জানার আগ্রহ প্রকাশ পায় তা সত্যিই অতুলনীয় । চীনেও আমি এটি অনুভব করেছি দর্শনীয় স্হানগুলো ভ্রমণের সময় । এমন কি গ্রেট ওয়ালসহ বিভিন্ন ঐতিহাসিক স্হানে তাদের অনেককেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে দেখেছি । আমরা চীনা তরুণ দম্পতির পেছনেই এগুতে থাকলাম দুরু দুরু বক্ষে । আমাদোর পেছনেও দু'একজনের আসার আওয়াজ অনুভব করলাম । আসলে আমরা না জেনেই রোমান্সের বসে ঢুকে পড়েছিলাম সুরঙ্গের ভেতরে । এ সুরঙ্গ পথটি তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় । যাতে বিমান হামলার সময় চেয়ারম্যান মাও সে তুংসহ অনেকেই এ সুরঙ্গে আশ্রয় নিতে পারেন । এছাড়াও এপথ দিয়ে খুব দ্রুত ঘাটির অপর প্রান্তে চলে যাওয়া যায় সহজেই । একটু পরেই আমরা হালকা আলোর মুখ দেখলাম । সুরঙ্গের মধ্যে যেন উঁকি দিয়ে আলোর আভা ঢুকে পড়েছে । আমরা বেরিয়ে এলাম রুদ্ধ শ্বাসে । বেরিয়ে এসেই চারদিকের দৃশ্য দেখে ভেতরে ভেতরে একটা শিহরণ বয়ে গেল দার্রুণ এক উদ্দিপনার মন্ত্রে ।

কমরেড জু ডে'র শয়ন কক্ষ

একটু দূরেই আমরা দেখলাম পাহাড়ের কোল ঘেসে তিন দরজা বিশিষ্ট একটি একতলা দালান । দেখলে মনেই হয়না এটি কারো থাকার ঘর । দূর থেকে দেখলে মনে হয় যেন এটি একটি গুদাম অথবা সংরক্ষণ কেন্দ্র । এটি হলো কমরেহ জুদে'র ঘর । যুদ্ধকালিন সময় তিনি এ ঘরেই থাকতেন । এ ঘাটিতে এটিই হচ্ছে নিরাপত্তার দিক থেকে সবচেয়ে নিরাপদ । আসলে এ বাড়িটি কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি নির্মাণ করেছিল চেয়ারম্যন মাও সে তুং-এর জন্য । একই সংগে তাঁর নিরাপত্তার দিকটি বিবেচনা করেই পাহাড়ের গুহার মধ্যে এর বেশির ভাগ অংশ ছিল । কিন্তু মাও সে তুং শি বাই পুও'তে আসার পর এ বাড়িটিতে নিজে না থেকে দিয়েছিলেন জুদে'কে থাকার জন্য । কারণ, কমান্ডার ইন চীফ জুদে একজন বয়স্ক মানুষ ছিলেন বলেই তার প্রতি এভাবে সম্মান জানিয়েছিলেন । জুদে প্রথমে এখানে থাকতে চান নি । তিনি কমরেড লিউ শাও চি'র ঘরের প্রাঙ্গণের সামনে একটি ছোট্ট ঘরে থাকতেন । মাও সে তুং-এর অনুরোধের পরই তিনি সেখান থেকে এ ঘরে উঠতে রাজি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এখানেই ছিলেন । একথা জানার পর আমাদের কাছে মনে হয়েছিল কতটা উদার আর সহকর্মী ও বয়স্কদের প্রতি কতটা শ্রদ্ধাবোধ থাকলেই কেবল এভাবে নিজেকে নিবেদন করা যায় নিস্বার্থভাবে । প্রতিটি পদে পদেই একজন মহান নেতার আন্তরিকতাপূর্ণ বৈশিস্টগুলো ফুটে ওঠে ।

আমরা আগ্রহ নিয়ে বাড়িটির বিভিন্ন কক্ষ পরিদর্শন করি । এ বাড়িটিতে ৩টি কক্ষ রয়েছে । পশ্চিম দিকের কক্ষটি ছিল জুদে'র অফিস কক্ষ এবং পূর্ব দিকের কক্ষটি ছিল তার নিজের থাকার জন্য । মাঝখানের কক্ষটি ছিল ড্রইং রুম বা বৈঠক খানা । তার অফিস কক্ষে রয়েছে সাধারণ মানের একটি সোফা, একটি টেবিল ও রিভল্বিং চেয়ার । তবে টেবিলটি মাংলিয়ানকুও'র অভিযানে বিজয় লাভের পর হুয়াতুং যুদ্ধ ক্ষেত্রের শত্রু বাহি্নীর কমান্ডার চাং লিংপু'র কক্ষ থেকে উদ্ধার করার পর কমরেড চেন ই তাকে দিয়েছিল । কমরেড জুদে চীনের লিবারেশন আর্মির সর্বাধিনায়ক ও কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের সচিবের দায়িত্ব পাবার পর পরই ১৯৪৭ সালের মে মাসে লিউ শাও চি'র সংগে এখানে এসেছিলেন । এখানে আসার পর তিনি প্রায়শ:ই পাহাড়ী বনে ও নদীর আশে পাশে চষে বেড়াতেন কী ভাবে তার যোদ্ধাদের এসব জায়গায় প্রশিক্ষণ প্রদান করা যায় । তিনি আশেপাশের লোকজনের সংগেও মত বিনিময় করতেন ।

১৯৪৭ সালের অক্টোবর মাসের শেষ দিকে তিনি জিচুং-এর সেনা বাহিনীর সার্বিক অবস্হা জানার জন্য মাসব্যাপী ঘুরে বেড়িয়েছেন । তার পরিদর্শনকালিন সময়েই জিনছাচি'র বাহিনী শি চুয়া চুয়াং দখলের প্রস্তুতি নিয়েছিল । এ সময় ১২ নভেম্বরে শি চিয়া চুয়াং-এর গুরুত্বপূর্ণ শহর হুয়াবেরি দখল করা হয় । এ সময় তিনি উচ্ছসিত হয়ে লিখেছিলেন "আমরা পাথরের দরজা উন্মুক্ত করতে পেরেছি'। কমরেড জু সব সময়ই মুক্ত এলাকার জনগণের জীবন যাত্রা বিশেষ করে তাদের আর্থিক ও পারিপার্শিক অবস্হন সম্পর্কে চিন্তিত ছিলেন । তিনি পিংশান কাউন্টিতে থাংথাংস্যুইতে প্রথম পাওয়ার প্ল্যানট স্হাপন করেছিলেন। যেথান থেকে পরবর্তি সময় গুলি তৈরি করা হতো ।

শি বাই পুও'তে থাকার সময় তিনি জাতীয় মৃত্তিকা সম্মেলন, সেপ্টেম্বরের কেন্দ্রীয় সরকারী ব্যুরো'র সম্মেলন এবং পার্টির প্রতিনিধিদের সপ্তম সম্মেলনের দ্বিতীয় অধীবেশনেও অংশ নিয়েছিলেন । শি বাই পুওতে থাকাকালিন তিনি চেয়ারম্যান মাও সে তুংকে বিশ্বখ্যাত লিয়াওশান, হুয়াহাই এবং ফিংচিন-এর অভিযানের সময় বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন । দু'বছর শি বাই পুও থাকার পর ১৯৪৯ সালের ২৩ মার্চ পেইচিং চলে আসেন । (চলবে)

আ বা ম. ছালাউদ্দিন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040