Web bengali.cri.cn   
পর্যটনের পরিসেবার মানোন্নয়নের লক্ষ্যে চীনের ইয়ুননান প্রদেশের ৮দফা ব্যবস্থা
  2010-02-02 14:25:37  cri
দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশ পর্যটন সম্পদে সমৃদ্ধ । সম্প্রতি ইয়ুননান প্রদেশ পর্যটনের পরিসেবার মানোন্নয়নের লক্ষ্যে দ্বিতীয়বার উদ্ভাবন করার পরিকল্পনা হাতে নিয়েছে । যাতে বলিষ্ঠভাবে এ প্রদেশের পর্যটন উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় ।

৮ জানুয়ারী ২০১০ সালের জাতীয় পর্যটনের পরিসেবার মানোন্নয়নের বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান এবং টেলিভিশন ও টেলিফোন সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপমহাপরিচালক তু চিয়াং বলেছেন , বিভিন্ন স্তরের পর্যটন সংক্রান্ত প্রশাসনিক পরিচালনা বিভাগ ও পর্যটন সংস্থাকে পুরোপুরিভাবে পর্যটনের পরিসেবার মানোন্নয়নের বর্ষ পালনের গুরুত্ব উপলব্ধি করতে হবে ,এ বর্ষ সম্পর্কে প্রচার জোরদার করতে হবে এবং এ বর্ষের ফলপ্রসূতার ওপর মনোযোগ দিতে হবে । এ সম্মেলনের পর পরই ইযূননান প্রদেশও এ সংক্রান্ত টেলিভিশন ও টেলিফোন সম্মেলনের আয়োজন করে । ২০১০ সালে ইয়ুননান প্রদেশের পর্যটনের পরিসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক ইয়ু সিয়াং ছেং ৮দফা ব্যবস্থা নিয়েছে ।

এ ৮দফা ব্যবস্থা হচ্ছে : বিপুল প্রয়াসের সংগে কিছু সংখ্যক আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাসম্পন্ন ও আঞ্চলিক প্রভাবশালী দর্শনীয় স্থান গড়ে তোলা , প্রতিবছর ইয়ুননান প্রদেশের দশ হাজার পর্যটকের মূল্যায়নের ব্যবস্থা করা , এ প্রদেশের পর্যটনের পরিসেবার মানোন্নয়নের কাজে অংশগ্রহণের জন্যে ব্যাপক জনসাধারণকে আকৃষ্ট করা , পর্যটনের পরিসেবার মানের অবস্থার ওপর তাত্ক্ষণিক তত্ত্বাবধান করা এবং এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা , পর্যটনের মানসম্মত ব্যবস্থা গড়ে তোলা , পর্যটন সংক্রান্ত কর্মীদের প্রশিক্ষণের কাজ জোরদার করা , বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সময়মত সংশোধনের ব্যবস্থা নেয়া এবং ইন্টারনেটসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে যথা সময় বিভিন্ন স্তরের প্রশাসনিক পরিচালনা বিভাগের তথ্য প্রকাশ করা । পাশাপাশি সার্বিকভাবে গাইডদের মানোন্নয়নের জন্যে ইয়ুননান প্রদেশ আগামী তিন বছরের মধ্যে এ প্রদেশের সমস্ত গাইডকে প্রশিক্ষণ দেয়া হবে ।

২০১০ সালে ইয়ুননান প্রদেশের পর্যটনের পরিসেবার মানোন্নয়নের অভিযান শুরু হওয়ার সংগে সংগে এ প্রদেশের রাজধানী খুনমিং শহরের বিভিন্ন বড় পর্যটন সংস্থাও নানা ধরণের পদক্ষেপ নিয়েছে ।

খুনমিং খাংহুই পর্যটন সংস্থার চেয়ারম্যান চৌ সিন মিন , শিচিচিনইউয়ান হোটেলের ম্যানেজার জেনারেল সিয়াও ফোং এবং খুনমিং ছিছাই ইয়ুননান লিমিটেড কোম্পিনির ম্যানেজার জেনারেল থুং মিন আলাদা আলাদাভাবে এ অভিযান সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেছেন । তারা মিলিতকন্ঠে বলেছেন , তারা নিশ্চয় নিষ্ঠার সংগে ইয়ু সিয়াং ছেংয়ের উত্থাপিত ৮দফা ব্যবস্থা অনুসারে কাজ করে যাবেন এবং নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের পর্যটনের দৃষ্টান্ত স্থাপন করবে , যাতে ইয়ুননান প্রদেশের পর্যটনের নতুন রূপ দেয়া যায় এবং এ প্রদেশের পর্যটনের ক্ষেত্রে দ্বিতীয়বার উদ্ভাবনের কৌশলগত লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হতে পারে ।

চীনা জাতীয় পর্যটন সংস্থার খুনমিং শাখার কার্যালয়ের পরিচালক হে শু কাং বলেন , তার সংস্থা খাওয়া-দাওয়া , যোগাযোগ ব্যবস্থা , হোটেল ও অতিথি ভবন এবং গাইডসহ নানা ক্ষেত্রে , বিশেষ করে গাইডদের পরিসেবার ক্ষেত্রে মানোন্নয়নের কাজ জোরদার করবে । তিনি বলেন , আন্তর্জাতিক আর্থিক সংকট এখনো পুরোপুরি কাটে নি । পর্যটন বাজারে নিম্ন দামের প্রতিদ্বন্দ্বতা এখনো চলছে । এ অবস্থার প্রেক্ষাপটে আমাদের সংস্থা পর্যটন শিল্পকে বিধিসম্মত করার আচরণ সংক্রান্ত কিছু নিয়ম প্রণয়নের পাশাপাশি প্রতিনিয়তই বাজারের প্রবণতার ওপর নিবিড় নজর রাখবে এবং সুযোগ বুঝে নমনীয় ব্যবস্থা নেবে ।

খুনমিং ফোংকুযাং জাতীয় পর্যটন সংস্থার ম্যানেজার জেনারেল চু পোও ওই বলেন , কেন্দ্রীয় সরকারের অভিযান ইয়াননান প্রদেশের পর্যটন শিল্পের বিরাট বিকাশের প্রবল স্রোতের সংগে সংগতিপূর্ণ । এত প্রমাণিত হয়েছে যে ,আমাদের গোটা সমাজের অগ্রগতি হয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040