থিয়ানচিনের বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, ২৯ জানুয়ারী পর্যন্ত থিয়ানচিন শহরের বসন্ত উত্সব চলাকালে বিদেশে যাওয়ার কোটা আপাতত শেষ হয়েছে। পর্যটন সংস্থা গত বছরের চেয়ে ১ সপ্তাহ আগে বিদেশে যাওয়ার জন্য নাম তালিকাভূক্তির কাজ শেষ করেছে। পর্যটন শিল্পের কর্মকর্তারা মনে করেন, এ ফলাফল থেকে প্রতিফলিত হয়েছে যে, চলতি বছর থিয়ানচিনের অধিবাসীদের বসন্ত উত্সবে বিদেশে যাওয়ার ইচ্ছা আরো তীব্র হওয়ার পাশাপাশি কিছু উচ্চ পর্যায়ের পর্যটন দ্রব্য থিয়ানচিনে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে।
থিয়ানচিনের খাংহুই আন্তর্জাতিক পর্যটন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ৩০টিরও বেশি বিদেশী পর্যটন লাইনের তালিকাভূক্তির কাজ ২৮ জানুয়ারী শেষ হয়েছে। চলতি বছরের বসন্ত উত্সবে তাদের পর্যটন সংস্থার বিদেশে যাওয়ার কোটা রয়েছে ১ হাজার ৫শরও বেশি। তা গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি। বিদেশে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু উচ্চ পর্যায়ের পর্যটন লাইন থিয়ানচিনের পর্যটন বাজারে ক্রমে ক্রমে স্থান করে নিচ্ছে। এছাড়া দুবাইতে কেনাকাটা করা পর্যটনও অনেক ব্যবসায়ীদের কাছে প্রিয় হয়ে উঠেছে।
খোং চিয়া চিয়া