|
||||||||||||||||||||||||||||


সম্মেলনে জু শানচোং অংশগ্রহণকারী প্রতিনিধিদেরকে ২০০৯ সালে চীন ও আসিয়ান দেশগুলোর সঙ্গে পর্যটন সহযোগিতা এবং ২০১০ সালে আসিয়ান দেশগুলোর সঙ্গে পর্যটন সহযোগিতা কর্মসূচী ব্যাখ্যা করেছেন। এছাড়া তিনি ২০০৯ সালে চীনের পর্যটন শিল্পের সক্রিয়ভাবে বিশ্ব আর্থিক সংকট এবং এ/এইচ-১ এন-১ ফ্লু মোকাবিলার অবস্থাও ব্যাখ্যা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, আসিয়ান দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন মহলের সহযোগিতা ছাড়া চীনের পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভব হতো না। চীন আসিয়ান দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগ করতে ইচ্ছুক। তিনি আসিয়ানের বিভিন্ন দেশের অতিথিদের ২০১০ সাংহাই বিশ্ব মেলায় অংশ নিতে স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ব মেলার প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্যটন সম্পদের প্রচারের দিকটিও তুলে ধরবেন।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |