|
ভাষণ দেয়ার সময় জু শানচৌং বর্তমানে চীনের পর্যটন শিল্প উন্নয়নের পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। জাতীয় পর্যটন ব্যুরোর পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান লিউ খেজি ২০০৯ সালে পর্যটন বাজারের কাজের সারসংকলন করার এবং ২০১০ সালে বিদেশে নিযুক্ত কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ নিযুক্ত করার পাশাপাশি কার্যালয়কে সংশ্লিষ্ট প্রস্তাব দিয়েছেন ও অনুরোধ জানিয়েছেন।
এছাড়া সম্মেলনে 'রাষ্ট্রীয় পরিষদের পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত প্রস্তাব' এবং সারা দেশের পর্যটন কর্ম-সম্মেলনের মর্ম অনুসরণ ও বাস্তাবায়নে নির্দিষ্ট ব্যবস্থাও করা হয়েছে। জাতীয় পর্যটন ব্যুরোর বিদেশে নিযুক্ত ১৯টি কার্যালয়ের পরিচালকরা পৃথক পৃথকভাবে কার্যবিবরনী দিয়েছেন এবং তাদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেছেন।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |