Web bengali.cri.cn   
২০১০ চীনের জাতীয় পর্যটন ব্যুরোর বিদেশে নিযুক্ত কার্যালয়ের পরিচালক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
  2010-02-02 13:53:55  cri
২০১০ চীনের জাতীয় পর্যটন ব্যুরো বিদেশে নিযুক্ত কার্যালয়ের পরিচালক সম্মেলন পেইচিং-এ ২৯ ও ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন চলাকালে জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছিওয়েই বিশেষ করে কার্যালয়ের পরিচালক এবং কার্যালয়ের কর্মকর্তাদের আত্মীয়স্বজনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক জু শানচৌং সম্মেলনে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন। জাতীয় পর্যটন ব্যুরোর সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারাও সম্মেলনে অংশ নিয়েছেন।

ভাষণ দেয়ার সময় জু শানচৌং বর্তমানে চীনের পর্যটন শিল্প উন্নয়নের পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। জাতীয় পর্যটন ব্যুরোর পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান লিউ খেজি ২০০৯ সালে পর্যটন বাজারের কাজের সারসংকলন করার এবং ২০১০ সালে বিদেশে নিযুক্ত কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ নিযুক্ত করার পাশাপাশি কার্যালয়কে সংশ্লিষ্ট প্রস্তাব দিয়েছেন ও অনুরোধ জানিয়েছেন।

এছাড়া সম্মেলনে 'রাষ্ট্রীয় পরিষদের পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত প্রস্তাব' এবং সারা দেশের পর্যটন কর্ম-সম্মেলনের মর্ম অনুসরণ ও বাস্তাবায়নে নির্দিষ্ট ব্যবস্থাও করা হয়েছে। জাতীয় পর্যটন ব্যুরোর বিদেশে নিযুক্ত ১৯টি কার্যালয়ের পরিচালকরা পৃথক পৃথকভাবে কার্যবিবরনী দিয়েছেন এবং তাদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেছেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040