'ছোংছিং সন্ধ্যা' পত্রিকার খবরে জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর রাষ্ট্রীয় পরিষদের 'পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত প্রস্তাবে' 'চীনের পর্যটন দিন' স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং চীনের জাতীয় পর্যটন ব্যুরো ব্যাপকভাবে 'চীনের পর্যটন দিন'-এর তারিখ সংক্রান্ত পরিকল্পনা সংগ্রহ করেছে। বিভিন্ন পর্যায়ের সরকার পৃথক পৃথকভাবে নিজেদের পরিকল্পনা উত্থাপন করেছে। এর মধ্যে চিয়াংসু ও জেচিয়াং প্রদেশ নিজেদের 'স্যুই সিয়াখে পর্যটন দিবস'-এর জন্য বাড়ি বাড়ি ঘুরে ভোট চেয়েছিল। ফলে ইন্টারনেটে দুই দিনের ভোটের সংখ্যা ৪২০ কোটিতে দাঁড়িয়েছে। তা চীনের মোট লোকসংখ্যার চেয়ে অনেক বেশি ছাড়িয়েছে।
খোং চিয়া চিয়া