|
তোংছেং অঞ্চলের সংস্কৃতি কমিটির পরিচালক ছেং ইয়ুংথাও জানিয়েছেন, পেইচিংয়ের বৃহত্তম মাত্রার মন্দির মেলাটি বাইরের মন্দির মেলার চেয়ে অনেকটা ভিন্নতর। এ মন্দির মেলা ৬ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
জানা গেছে, এ মন্দির মেলার কোনো টিকিট লাগবে না। সে সময় ৩৩টি অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তির উত্তরাধিকারী মন্দির মেলায় এসে দর্শকদের জন্য অদ্বিতীয় প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি অপেরা ও নাটক মঞ্চস্থ হবে। এছাড়া চীনের ৬০তম জাতীয় দিবসের প্রদর্শনী অনুষ্ঠানও প্রদর্শিত হবে।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |