আগামী বছরের জাতীয় দিবস উপলক্ষে আন হুই প্রদেশের অধিবাসীরা হোফেই শহরের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঞ্চলের আনহুই প্রাচীন জীবাশ্ম জাদুঘরে অতিকায় সরীসৃপের বিশ্ব অনুভব করতে পারবেন। আনহুই প্রদেশের ভূ-সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রদর্শনী, জনপ্রিয় বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ, দৃশ্য দর্শন ও ভ্রমণ এবং অবকাশ কাটানো ও বিনোদনসহ বিভিন্ন নির্দিষ্ট কর্মের সমন্বয়ে আনহুই প্রাচীন জীবাশ্ম জাদুঘরের নতুন ভবনের স্থাপত্য প্রকল্প মার্চ মাসে সম্পন্ন হবে। জুন মাসে প্রদর্শনীর প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। অনুমান করা হচ্ছে ২০১১ সালের জাতীয় দিবসে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হবে।
জানা গেছে, এর স্থাপত্যের আয়তন ২৬ হাজার ৪৯৫ বর্গমিটার। আনহুই প্রাচীন জীবাশ্ম জাদুঘরে খুবই ঐতিহাসিক ৪৩ হাজার ৫২৯টি সংগ্রহ রয়েছে।
খোং চিয়া চিয়া