Web bengali.cri.cn   
হাইনান প্রদেশকে আন্তর্জাতিক পর্যটন দ্বীপে পরিণত করার লক্ষ্যে চীন ভিসা নীতি শিথিল করবে
  2010-01-26 15:41:58  cri
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ "হানান আন্তর্জাতিক পর্যটন দ্বীপের গঠনকাজ ও উন্নয়ন ত্বরান্বিতকরণ সংক্রান্ত মতামত" প্রকাশ করেছে । এ মতামত অনুসারে হাইনান প্রদেশ আরো উন্মুক্ত ও সুবিধাজনক ভিসা নীতি অনুসরণ করতে পারবে এবং যেসব দেশের পর্যটকরা বিনা ভিসায় হাইনান প্রদেশে ভ্রমণ করতে আসবেন , সেসব দেশের সংখ্যা ২৬টিতে উন্নীত হবে । হাইনান প্রদেশের গণ নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা বলেছেন , বিনা ভিসায় হাইনান ভ্রমণ এখন হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের ভ্রমণের একটি প্রধান চ্যানেলে পরিণত হয়েছে । হাইনান প্রদেশে ভিসা নীতি আরো শিথিল হলে , তা হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের ভ্রমণের জন্যে আরো অনেক সুবিধা এনে দেবে । যার ফলে হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের পর্যটন বাজার আরো তেজীয়ান হয়ে উঠবে এবং সারা পৃথিবীতে হাইনান প্রদেশের প্রভাব আরো সম্প্রসারিত হবে ।

হাইনান প্রদেশের গণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক চিয়া তুং চুন বলেন , হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপের গঠনকাজে বিনা ভিসায় হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের ভ্রমণের নীতি হচ্ছে হাইনান প্রদেশকে কেন্দ্রীয় সরকারের দেয়া সবচেয়ে বাস্তবসম্মত সুবিধাজনক নীতি । চীনের অন্যান্য প্রদেশে এমন নীতি নেই । বর্তমানে হাইনান প্রদেশের গণ নিরাপত্তা বিভাগের সকল কর্মী বিপুল প্রয়াসের সংগে বিনা ভিসায় বিদেশী পর্যটক দলের পরিচালনা ও তথ্য ব্যবস্থা , হাইনান প্রদেশরর আশেপাশের ছোট ছোট দ্বীপে সংশ্লিষ্ট দলিলপত্র পরীক্ষাসহ নানা ধরণের বুনিয়াদি কাজ চালিয়ে যাচ্ছে , যাতে হাইনান প্রদেশ আসন্ন বসন্ত উত্সবের আগে চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের বিনা ভিসায় হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নীতি পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এবং বিনা ভিসায় হাইনান প্রদেশে ২৬টি দেশের পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নীতি অবিলম্বে বাস্তবায়িত হতে পারে ।

হাইনান প্রদেশের গণ নিরাপত্তা বিভাগের উপমহাপরিচালক কোও চাং ছেং বলেন , হাইনান প্রদেশকে ছুটি কাটানো ও অবকাশ যাপনের একটি আন্তর্জাতিক পর্যটন দ্বীপ করতে চাইলে তাকে হাইনান প্রদেশে আন্তর্জাতিক পর্যটকদের গমনাগমনের জন্যে অন্যান্য পর্যটন স্থানের চেয়ে আরো দ্রুত ও সুবিধাজনক অবস্থার সৃষ্টি করতে হবে । চীনের রাষ্ট্রীয় পরিষদের মতামত অনুযায়ী বিনা ভিসায় হাইনান প্রদেশে ভ্রমণের ব্যাপারে আগের ২১টি দেশকে সুবিধা দেয়ার ভিত্তিতে আবারো ফিনল্যান্ড , ডেনমার্ক , নরওয়ে ,ইউক্রেন ও কাজাখস্থানকেও এ সুবিধা দেয়া হবে । রাশিয়া , দক্ষিণ কোরিয়া ও জার্মানীর পর্যটক দলের সদস্য সংখ্যা দু'জনের অধিক এবং হাইনান প্রদেশে পর্যটকদের অবস্থানের সময় ১৫ দিন থেকে ২১ দিন পর্যন্ত বাড়ানো হবে ।

কোও চাং ছেং আরো বলেন , বিনা ভিসায় হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নীতি বাস্তবায়িত হলে ২০১২ সালে বিনা ভিসায় হাইনান প্রদেশে ২৬টি দেশের পর্যটকদের সংখ্যা এখনকার ২ লাখ থেকে বেড়ে ১০ লাখে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে । এটি হবে হাইনান প্রদেশের পর্যটন শিল্পের আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়ায় একটি গুণগত উলম্ফন ।

জানা গেছে , ২০০০ সাল থেকে হাইনান প্রদেশ বিনা ভিসায় হাইনান দ্বীপে ২১টি দেশের পর্যটকদের ভ্রমণের ব্যাপারে সুবিধা দেয়ার নীতি অনুসরণ করতে শুরু করে । দক্ষিণ কোরিয়া , জাপান , রাশিয়া , মালয়েশিয়া , যুক্তরাষ্ট্র ও সিংগাপুরসহ ২১টি দেশের ৫জনের অধিক সদস্যের পর্যটক দল হাইনান প্রদেশে ১৫ দিনের মধ্যে অবস্থান করলে বিনা ভিসায় হাইনান প্রদেশে প্রবেশ করতে পারবে । এ নীতির কল্যাণে হাইনান প্রদেশে বিদেশী পর্যটকদের বাজার বলিষ্ঠভাবে চাংগা হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মঞ্চে হাইনান প্রদেশের প্রভাব সম্প্রসারিত হয়েছে ।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০১ সালে ২১টি দেশের ১২ হাজার পর্যটক বিনা ভিসায় হাইনান প্রদেশে ভ্রমণ করতে এসেছেন । কিন্তু ২০০৮ সালে এ সংখ্যা বেড়ে ২ লাখে উন্নীত হয়েছে । এটি ২০০১ সালের ১৫ গুণ । গত ৮ বছরে ৬লাখ ৭০ হাজার বিদেশী পর্যটক বিনা ভিসায় হাইনান প্রদেশে ভ্রমণ করেছেন । এটি হাইনান প্রদেশে আসা সমস্ত বিদেশী পর্যটকের সংখ্যার ৬০ শতাংশ ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040