|
সোংহুয়াচিয়াং নদীতে নির্মিত বরফ-তুষার বিশ্ব হচ্ছে বিশ্বের বৃহত্তম বরফ ও তুষার শিল্পের বিনোদনের থিম পার্ক। ৫ লাখ বর্গমিটারের পার্কে মোট ২ হাজার বরফ ও তুষার শিল্পকর্ম রয়েছে। এখানে বরফ দিয়ে তৈরী প্রাসাদ, মানুষের মুখ ও সিংহের দেহবিশিষ্ট মূর্তি, নিউইয়র্ক সাম্রাজ্য ভবনসহ বিভিন্ন উঁচু স্থাপত্য তৈরী করা হয়েছে। এছাড়া বরফ দিয়ে তৈরী 'সৈন্য ও ঘোড়ার টেরা কোটা'ও এখানেই দেখা যায়। যখন রাত বাড়ে এ সব বরফ ও তুষার ভাস্কর্য শিল্প-কর্ম আলোর প্রোজ্জ্বলতায় তা যেন সবাইকে অবাক করে দেয়। দেশী-বিদেশী পর্যটকরা এর প্রশংসায় পঞ্চমুখ হয়।
ব্রিটেনের পর্যটক কেভিন অনেক আগেই বরফ-তুষার বিশ্বের কথা শুনেছেন। এবার তিনি তার পরিবারের ৬জনকে নিয়ে হারবিনে বেড়াতে এসেছেন। তিনি বলেন,
অভাবনীয়। আমি অনেক প্রতীক্ষা করেছি। তা আমার মনে অতন্ত গভীর ছাপ রেখেছে।
কেভিনের স্ত্রী জীন বলেন,
খুবই সুন্দর। বিশ্বাস করা যায় না, তারা কীভাবে এ সব নির্মাণ করেছেন।
প্রতি বছর হারবিন বরফ-তুষার উত্সবে বরফ ভাস্কর্য ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। পর্যটকরা বিশ্বের সবচেয়ে উচ্চ পর্যায়ের বরফ ও তুষার ভাস্কর্য শিল্প-কর্ম উপভোগ করতে পারেন। সোংহুয়াচিয়াং নদীতে অবস্থিত থাইইয়াংতাও অর্থাত সুর্য দ্বীপ পার্কে বিশ্বের বিভিন্ন দেশের তুষার ভাস্কর্য শিল্পীরা আধুনিক প্রযুক্তি দিয়ে এক একটি অতিসূক্ষ ও সুন্দর শিল্প-কর্ম সৃষ্টি করেন।
ইয়ুননানের ভাস্কর্য শিল্পী লি সিংসুও দ্বিতীয়বারের মত তুষার মেলায় অংশ গ্রহণ করেন। এবার তিনি 'লিয়ান হুয়া থোং জি' অর্থাত পদ্ম ফুলঃ বজ্জাত ছেলে নামে একটি শিল্প-কর্ম নিয়ে এসেছেন। তুষার ভাস্কর্য শিল্প সম্পর্ক তিনি বলেন,
তুষার ভাস্কর্যের সৌন্দর্য্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য। তা স্বচ্ছ ও নির্মল। এটা প্রাকৃতিক তুষারের এক ধরনের আকার। এছাড়া এখানকার তাপমাত্রা খুব নিচু। পর্যটকরা আসার পর অবশ্যই বরফ বা তুষার ভাস্কর্যের সঙ্গে মিশে যাবেন। তারা চীনের উত্তরাংশের বরফ ও তুষার অনুভব করার পাশাপাশি শ্রেষ্ঠ শিল্প-কর্মও উপভোগ করতে পারবেন।
বরফ ও তুষার ভাস্কর্য শিল্প-কর্ম উপভোগ করার পাশাপাশি পর্যটকরা হারবিনে শীতকালে সাঁতার কাটার পরিবেশনাও দেখতে পাবেন। শীতকালে সাঁতার কাটা অনুরাগীদের মধ্যে ২০ বছরের কমবয়সী ছাড়াও ৮০ বছরের বয়স্ক বৃদ্ধবৃদ্ধাও রয়েছেন। হারবিন বরফ-তুষার উত্সব চলাকালে পর্যটকরা নিজ চোখে তাদের শীতকালীণ সাঁতার কাটা' দেখার পাশাপাশি চীনের উত্তরাংশের লোকজনের সাহস এবং চ্যালেঞ্জের মনোভাব অনুভব করেন। ইয়াংচিয়ে বলেন,
ঠাণ্ডা সোংহুয়াচিয়াং নদীতে প্রতি দিন শীতকালীণ সাঁতার কাটা অনুরাগীদের অংশগ্রহণ সত্যিই বিস্ময়কর। শীতকালীণ সাঁতার কাটার জায়গা সোংহুয়াচিয়াং নদীর তিনটি জায়গায় রয়েছে। প্রতি দিন সকাল ও বিকেল দু'বারের মত তা অনুষ্ঠিত হয়। পর্যটকরা পরিদর্শন করতে পারেন।
চীনের অন্য জায়গার চেয়ে হারবিনের তরুণ-তরুণীরা সাদা ও নির্মল বরফ-তুষার বিশ্বে নিজেদের বিয়ে নিশ্চিত করতে পছন্দ করে। চলতি বছরের বরফ-তুষার উত্সবে ২৮ জোড়া নববধু ও বর গ্রুপ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। নববধু লিয়াং ইয়ান বলেন,
এখানকার বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ করা মানেই একটি সুন্দর স্মৃতিকে ধরে রাখা। বিশেষ করে এ জায়গাটি বাছাই করেছি, মনে হয় নির্মল ও পবিত্র। খুব ভাল লাগে। আবেগপূর্ণ হওয়ার কারণে ঠাণ্ডাও লাগে না। সত্যি খুবই সুন্দর ও উদ্দীপনাময়।
বরফ ও তুষার বৈশিষ্ট্য ছাড়া হারবিনে আরো অনেক সুদীর্ঘ ইতিহাসের পশ্চিমা ক্লাসিক্যাল স্থাপত্য রয়েছে। দ্র্য অর্থোডকস ইসটার্ন গীর্জা, ক্যাথলিক ধর্ম ও খৃষ্ট ধর্মের গীর্জা শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত। এ সব বৈশিষ্ট্যময় স্থাপত্য শহরটিকে সাজিয়ে তুলেছে। ফলে হারবিন 'প্রাচ্যের ছোট প্যারিস' ও 'প্রাচ্যের মস্কো' দুটোই সুনাম পেয়েছে। শ্রোতাবন্ধুরা, যদি আপনারা এখানে ভ্রমণ করতে আসেন তাহলে বরফ ও তুষারের আনন্দ অনুভব করা ছাড়া হারবিন শহরের বৈশিষ্ট্য আপনাদের বিশেষ অনুভুতি দেবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |