চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক 'টাইমস'-এ এশিয়ার ২৫টি উল্লেখযোগ্য ভ্রমনের জায়গাগুলোর মধ্যে অন্যতম হিসেবে নান লুও কু সড়কের দিয়ে পশ্চিম দিকের রাস্তা ২০ কোটি ইউয়ান ব্যয়ে প্রসস্ত করা হবে। যাতে নান লুও কু সড়কের পশ্চিম দিকের হুথোং অর্থাত্ গলিপথের রূপান্তর সম্পন্ন করা যায়। এর পাশাপাশি নান লুও কু সড়কের বৈশিষ্ট্যময় পর্যটনের মাত্রাও সম্প্রসারিত হবে। প্রধান সড়কের ব্যবসা কেন্দ্রের দু'পাশের ১৬টি গলিপথের উন্নয়ন হবে। প্রধানতঃ পোশাক , বৈশিষ্ট্যময় অলঙ্কার, শিল্প-কর্ম ও বারসহ বহুমুখী সাংস্কৃতিক ব্যবসার উন্নয়ন করা হবে।
চলতি বছর পেইচিংয়ের তোংছেং অঞ্চল নান লুও কু সড়কের সুবিন্যস্তকরণের মাধ্যমে উন্নত করার কাজ চালাবে। তোংছেং অঞ্চলের প্রধান ইয়াং ই ওয়েন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পৌর স্থাপনার রুপান্তর, কয়লা থেকে বিদ্যুতে পরিবর্তন, পাড়া এলাকার রূপান্তর এবং জনসাধারণের পরিবেশ উন্নত করার জন্য তোংছোং অঞ্চল ৫০ কোটি ইউয়ানের বরাদ্দ করেছে। নান লুও কু সড়কএলাকার পরিবহণ ব্যবস্থার চাপ প্রশমিত করার জন্য চলতি বছর ২০ কোটি ইউয়ান দিয়ে নান লুও কু সড়কের পশ্চিম দিকে একটি পথ প্রসস্ত করা হবে।
খোং চিয়া চিয়া