|
২০০৯ সালের মে মাসে জাতীয় পর্যটন ব্যুরো ইয়ুননান প্রাদেশিক সরকারের সঙ্গে 'ইয়ুননান প্রদেশের পর্যটন শিল্পের সংস্কার ও উন্নয়নের পরীক্ষামূলক প্রদেশ নির্মাণ ত্বরান্বিত সংক্রান্ত সহযোগিতামূলক চুক্তি' স্বাক্ষর করে। এটা ইয়ুননান প্রদেশের পর্যটন শিল্পের সংস্কার ও উন্নয়নের পরীক্ষামূলক কাজ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রতীক।
প্রাথমিক অনুমান অনুযায়ী ২০০৯ সালে ইয়ুননানের পর্যটন শিল্পের থাকা, খাওয়া, বিনোদন, পরিবহণ ব্যবস্থা, দর্শনীয় স্থান এবং কেনাকাটাসহ ৬টি ক্ষেত্রের মোট উত্পাদন ছিল ৯ হাজার ২২০ কোটি ইউয়ান। পর্যটনের অতিরিক্ত-মূল্য প্রায় ৪ হাজার ২২০ কোটি ইউয়ান। ইয়ুননান প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক ইয়ু তিংছেং বলেছেন, ২০০৯ সালে আর্থিক সংকটের কারণে সারা দেশের মত ইয়ুননানের পর্যটন শিল্পও উদ্বেগজনক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তবে চীনের অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণসহ বেশ কিছু নীতি, দেশের জনগণের অবকাশ যাপন ও ছুটি কাটানো ত্বরান্বিতকরণের ব্যবস্থা ইয়ুননানের পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রেখেছে।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |