Web bengali.cri.cn   
ছাংছুন থেকে তাইওয়ান গামী ফ্লাইট ৬ ফেব্রুয়ারী চালু হবে
  2010-01-12 13:31:54  cri
তাইওয়ান প্রণালীর দু'তীরের চুক্তি অনুযায়ী ২০১০ সালের বসন্ত উত্সব থেকে মূল-ভূভাগের ছাংছুনসহ ৪টি শহর দু'তীরের যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা বাড়াবে। ছাংছুন থেকে তাইপেই গামী বসন্ত উত্সবের ফ্লাইট ৬ ফেব্রুয়ারী থেকে চালু হবে।

জানা গেছে, ছাংছুন থেকে তাইপেই গামী ফ্লাইটগুলো ৬, ১৩, ২০ ও ২৭ ফেব্রুয়ারী থেকে নির্দিষ্ট রুটে যাতায়াত শুরু করবে। প্রথম ফ্লাইটের ৯টায় ছাংছুন লোংচিয়া বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে বেলা সাড়ে ১২টায় তাইপেই সোংশান বিমানবন্দরে অবতরণ করবে। ফেরত ফ্লাইটটির সময়ঃ দেড়টায় সোংশান বিমানবন্দর থেকে ছেড়ে বিকেল ৫টায় ছাংছুনে পৌঁছুবে।

অন্য খবরে জানা গেছে, বসন্ত উত্সবের পরের নির্দিষ্ট ফ্লাইটের কর্মকাণ্ড নিয়ে এখনো আলোচনা করা হচ্ছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040