|
||||||||||||||||||||||||||||
জানা গেছে, এ সব মূল্যবান ঐতিহাসিক নিদর্শন হচ্ছে ২ শতাধিক বছরের ছিং রাজবংশ থেকে শুরু করে চীন প্রজাতন্ত্র পর্যন্ত গ্রীষ্মকালিন প্রাসাদ পরিদর্শনের কাহিনী, সংশ্লিষ্ট সংবাদ, পার্কের কিছু অংশের স্থাপত্য আগুণে পুড়ে যাওয়ার পর তার পুরনো ছবি ও পোস্টকার্ড। পেইচিংয়ের একটি সাংস্কৃতিক কোম্পানি বিনামূল্যের এ সব ঐতিহাসিক নিদর্শন গ্রীষ্মকালিন প্রাসাদকে দিয়েছে। কোম্পানির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, এ সব ঐতিহাসিক নিদর্শন জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। গ্রীষ্মকালিন প্রাসাদের রাজকীয় পার্কের সংস্কৃতিকে গবেষণার মাধ্যমে তুলে ধরার জন্য কোম্পানি ঐতিহাসিক নিদর্শনগুলো গ্রীষ্মকালিন প্রাসাদকে দিয়েছে।
ভবিষ্যতে গ্রীষ্মকালিন প্রাসাদ এর মধ্য থেকে কিছু নিদর্শন বাছাই করে পর্যটকদের জন্য প্রদর্শন করবে। ফলে দেশী-বিদেশী পর্যটকরা পেইচিং গ্রীষ্মকালিন প্রাসাদের ইতিহাসের পরিবর্তনের ধারা উপলব্ধি করতে পারবেন।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |