Web bengali.cri.cn   
চীনের বিশ্ব মেলা পর্যটন বর্ষ ২০১০ সাংহাইয়ে শুরু
  2010-01-08 20:21:27  cri
২০১০ সালের ১ জানুয়ারী সাংহাই বিশ্ব মেলা ২০১০ এর উদ্বোধন হতে আরো ১২০ দিন বাকী । এদিন চীনের বিশ্ব মেলা পর্যটন বর্ষ ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠান ও ২০১০ – বিশ্ব মেলায় যাত্রা নামক বড় আকারের পর্যটন সংক্রান্ত সান্ধ্যানুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সংগে সাংহাইয়ের মিনহাং এলাকার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । চীনের জাতীয় পর্যটন ব্যুরো , সংস্কৃতি মন্ত্রণালয় , জাতীয় বেতার , টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরো ও সাংহাই পৌর গণ সরকার যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সন্ধ্যানুষ্ঠানের আয়োজন করেছে । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য , চীনা কমিউনিস্ট পার্টির সাংহাই পৌর কমিটির সম্পাদক ইয়ু চেং শেং চীনের বিশ্ব মেলা পর্যটন বর্ষ ২০১০ এর উদ্বোধনের কথা ঘোষণা করেন ।অনুষ্ঠানে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওই এবং সাংহাইয়ের ভাইস মেয়র হান চেং আলাদা আলাদাভাবে ভাষণ দিয়েছেন ।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক প্রচার কার্যালয়ের উপমহাপরিচালক ওয়াং কোও ছিং ও জাতীয় বেতার , টিলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর উপমহাপরিচালক হু চান ফান চীনে আসা এ বছরের প্রথম যাত্রার পর্যটক , সাংহাইয়ের বড় আকারের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন মহলের ১ হাজার ২০০জন দর্শক এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে শাও ছি ওই তার ভাষণে বলেন , ১৫৯ বছরে বিশ্ব মেলা সারা পৃথিবীতে ব্যাপক পর্যায়ের আন্তর্জাতিক আদান-প্রদান সম্প্রসারণ করেছে এবং বলিষ্ঠভাবে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিকীকরণ ও আধুনিকায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে । পাশাপাশি বিশ্ব মেলায় আসা পর্যটকদের সংখ্যা অধিক থেকে অধিকতরভাবে বিশ্ব মেলার সাফল্যের মূল্যায়ণের একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে । আশা করা হচ্ছে যে , ৭ কোটি লোক আসন্ন সাংহাই বিশ্ব মেলায় পরিদর্শন করতে আসবেন । তাদের মধ্যে থাকবেন ৩৫ লাখ বিদেশী পর্যটক । এটি নিসন্দেহে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা সারা বিশ্বের পর্যটন শিল্পের উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে । একই সংগে সাংহাই বিশ্ব মেলা চীনের পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ এনে দেবে । শাও ছি ওই বলেন , বিশ্ব মেলা পর্যটনকে জনপ্রিয় করে তোলার জন্যে এ বছর জাতীয় পর্যটন ব্যুরো পৃথিবীর ১০০টি শহর এবং চীনের ১০০টি শহরে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করবে । যাতে সাংহাই বিশ্ব মেলার এ প্ল্যাটফর্ম শুধু সাংহাইতে সীমাবদ্ধ নয় , সারা চীনে , এমন কি সারা পৃথিবীতে ছড়িয়ে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার সহযোগিতা ও বিনিময় জোরদারের ক্ষেত্রে লক্ষ্যণীয় ভূমিকা নিতে পারে । উপসংহারে শাও ছি ওই বলেন , ২০০৯ সালের ১ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদ "পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত মতামত" জারি করেছে । মতামতে পর্যটন শিল্পকে জাতীয় অর্থনীতির কৌশলগত ও মেরুদন্ড স্থানীয় শিল্প এবং জনসাধারণের চোখে সন্তোষজনক আধুনিক পরিসেবামূলক শিল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

সাংহাইয়ের মেয়র হান চেং তার ভাষণে বলেন , বিশ্ব মেলার ইতিহাসে সবচেয়ে বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এবারের সাংহাই বিশ্ব মেলায় অংশ নেবে । বর্তমানে সাংহাই বিশ্ব মেলার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠু ,সুশৃংখল ও কার্যকরীভাবে এগিয়ে চলছে । চীনের বিশ্ব মেলা পর্যটন বর্ষ ২০১০ এর কার্যক্রমকে সফল করে তুললে তা সাংহাই বিশ্ব মেলার আন্তর্জতিক আকর্ষণী শক্তি ও প্রভাব বাড়ানো এবং চীনের পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিতকরণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সুন্দর ও রোমান্টিক মঞ্চ পটভূমির পরিবর্তনের সংগে সংগে বিশ্ব মেলায় যাত্রা নামক বড় আকারের পর্যটন সংক্রান্ত সন্ধ্যানুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । এ অনুষ্ঠানে নাচগান , অপেরা ও দড়াবাজিসহ নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মেলার ধারণা ও বিশ্ব মেলার সংক্ষিপ্ত পরিচিতি জীবন্তভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে । এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চীনা জনগণ আন্তরিকভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশের বন্ধুদেরকে সাংহাই বিশ্ব মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040