|
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক প্রচার কার্যালয়ের উপমহাপরিচালক ওয়াং কোও ছিং ও জাতীয় বেতার , টিলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর উপমহাপরিচালক হু চান ফান চীনে আসা এ বছরের প্রথম যাত্রার পর্যটক , সাংহাইয়ের বড় আকারের পর্যটন শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন মহলের ১ হাজার ২০০জন দর্শক এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শাও ছি ওই তার ভাষণে বলেন , ১৫৯ বছরে বিশ্ব মেলা সারা পৃথিবীতে ব্যাপক পর্যায়ের আন্তর্জাতিক আদান-প্রদান সম্প্রসারণ করেছে এবং বলিষ্ঠভাবে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিকীকরণ ও আধুনিকায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে । পাশাপাশি বিশ্ব মেলায় আসা পর্যটকদের সংখ্যা অধিক থেকে অধিকতরভাবে বিশ্ব মেলার সাফল্যের মূল্যায়ণের একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে । আশা করা হচ্ছে যে , ৭ কোটি লোক আসন্ন সাংহাই বিশ্ব মেলায় পরিদর্শন করতে আসবেন । তাদের মধ্যে থাকবেন ৩৫ লাখ বিদেশী পর্যটক । এটি নিসন্দেহে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা সারা বিশ্বের পর্যটন শিল্পের উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে । একই সংগে সাংহাই বিশ্ব মেলা চীনের পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ এনে দেবে । শাও ছি ওই বলেন , বিশ্ব মেলা পর্যটনকে জনপ্রিয় করে তোলার জন্যে এ বছর জাতীয় পর্যটন ব্যুরো পৃথিবীর ১০০টি শহর এবং চীনের ১০০টি শহরে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করবে । যাতে সাংহাই বিশ্ব মেলার এ প্ল্যাটফর্ম শুধু সাংহাইতে সীমাবদ্ধ নয় , সারা চীনে , এমন কি সারা পৃথিবীতে ছড়িয়ে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার সহযোগিতা ও বিনিময় জোরদারের ক্ষেত্রে লক্ষ্যণীয় ভূমিকা নিতে পারে । উপসংহারে শাও ছি ওই বলেন , ২০০৯ সালের ১ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদ "পর্যটন শিল্প উন্নয়ন দ্রুততর করা সংক্রান্ত মতামত" জারি করেছে । মতামতে পর্যটন শিল্পকে জাতীয় অর্থনীতির কৌশলগত ও মেরুদন্ড স্থানীয় শিল্প এবং জনসাধারণের চোখে সন্তোষজনক আধুনিক পরিসেবামূলক শিল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
সাংহাইয়ের মেয়র হান চেং তার ভাষণে বলেন , বিশ্ব মেলার ইতিহাসে সবচেয়ে বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এবারের সাংহাই বিশ্ব মেলায় অংশ নেবে । বর্তমানে সাংহাই বিশ্ব মেলার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠু ,সুশৃংখল ও কার্যকরীভাবে এগিয়ে চলছে । চীনের বিশ্ব মেলা পর্যটন বর্ষ ২০১০ এর কার্যক্রমকে সফল করে তুললে তা সাংহাই বিশ্ব মেলার আন্তর্জতিক আকর্ষণী শক্তি ও প্রভাব বাড়ানো এবং চীনের পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিতকরণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সুন্দর ও রোমান্টিক মঞ্চ পটভূমির পরিবর্তনের সংগে সংগে বিশ্ব মেলায় যাত্রা নামক বড় আকারের পর্যটন সংক্রান্ত সন্ধ্যানুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । এ অনুষ্ঠানে নাচগান , অপেরা ও দড়াবাজিসহ নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মেলার ধারণা ও বিশ্ব মেলার সংক্ষিপ্ত পরিচিতি জীবন্তভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে । এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চীনা জনগণ আন্তরিকভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশের বন্ধুদেরকে সাংহাই বিশ্ব মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |