Web bengali.cri.cn   
উজেন মহকুমা সিজা দর্শনীয় স্থান প্রতিষ্ঠা করছে
  2010-01-05 16:50:59  cri
সম্প্রতি উ জেন মহকুমার সিজা পর্যটন দ্রব্য পেইচিং পরিচিতিমূলক সভা সূত্রে জানা গেছে, বিখ্যাত দর্শনীয় স্থান উ জেন সাফল্যের সঙ্গে তোংজা দর্শনীয় স্থান হিসেবে উন্মুক্ত হওয়ার পর শুধু ২ বছরে সিজা দর্শনীয় স্থানটিও একটি সুদৃশ্য দর্শনীয় অবকাশ অভিজ্ঞতার প্রাচীন নগর দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

উজেন হচ্ছে চীনের প্রথম দফা ১০টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিখ্যাত নগরের মধ্যে অন্যতম। তা জেচিয়াং প্রদেশের উত্তরাঞ্চলের হাংচিয়া হ্রদ সমভূমিতে অবস্থিত। পুরনো পেইচিং-হাংচৌ মহা-খাল এর মধ্য দিয়ে প্রবাহিত। ক্রসের মত পানি ব্যবস্থার এ নগরটি পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর এ চারটি অঞ্চলে বিভক্ত। ৮৭২ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠার পর থেকে উজেন নগরের নাম, ঠিকানা, পানি ব্যবস্থা ও জীবনযাপনের পদ্ধতি কখনো পরিবর্তন হয়নি। ঐতিহ্যবাহী স্থাপত্য দশ-বার শ' বছরের পর এখনো পুরোপুরিভাবে সংরক্ষিত রয়েছে। ২০০১ সালে উজেনের তোংজা দর্শনীয় স্থান আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। আদিকাল ও ঐতিহ্যবাহী নদীমাতৃক গ্রামীণ দৃশ্য এবং গভীর সংস্কৃতি সমৃদ্ধ প্রাচীন মহকুমা পর্যটন দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। প্রতি বছর উজেনে ২০ লাখেরও বেশি দেশী-বিদেশী পর্যটক যাতায়াত করে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040