তিনমাসব্যাপী ২৬তম চীনের হারবিন আন্তর্জাতিক বরফ-তুষার উত্সব ৫ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
হারবিন চীনের উত্তর-পূর্বাংশে অবস্থিত। হারবিন আন্তর্জাতিক বরফ-তুষার উত্সব জাপানের সাপ্পোরো তুষার উত্সব, কানাডার কিউবেক তুষার উত্সব, নরওয়ের তুষার উত্সবের সঙ্গে ৪টি বিশ্ব বরফ-তুষার মহা সম্মেলন হিসেবে গণ্য করা হয়। বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের অংশগ্রহণে আন্তর্জাতিক তুষার-ভাস্কর্য প্রতিযোগিতা, আন্তর্জাতিক বরফ-ভাস্কর্য প্রতিযোগিতা, আন্তর্জাতিক শীতকালীণ সাঁতার প্রতিযোগিতা, আর্থ-বাণিজ্যিক আলোচনা সভা এবং আন্তর্জাতিক স্কী প্রতিযোগিতাসহ বিভিন্ন তত্পরতা সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হবে।
খোং চিয়া চিয়া