Web bengali.cri.cn   
দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যটনে ভিসা না লাগার সম্ভাবনা রয়েছে
  2010-01-05 16:21:25  cri
১ জানুয়ারী চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যটন বাজার সঙ্গে সঙ্গে আরো সমৃদ্ধ হবে। ফলে চীনা পর্যটকদের আসিয়ানের বিভিন্ন দেশে যাওয়ার ভিসা না লাগার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নীতি কার্যকর হলে শানতোং প্রদেশের ইয়ানথাই শহরের অধিবাসীদের দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণ 'অভ্যন্তরীণ পর্যটনের' মত সুবিধাজনক হবে।

৩১ ডিসেম্বর ইয়ানথাই শহরের একটি পর্যটন গ্রুপের একজন কর্মকর্তা জানিয়েছেন, যদিও বর্তমানে এ ব্যাপারে নির্দিষ্ট কোন নীতি তৈরী করা হয় নি। তবুও ভবিষ্যত ভিসা প্রক্রিয়া সহজতর হবে। দুটো জায়গার পর্যটন ও যোগাযোগ ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা না লাগার নীতি বাস্তবায়িত হতে পারে। জানা গেছে, বর্তমানে ইয়ানথাইবাসীর দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে ভ্রমণ করতে হলে সাধারণত নির্ধারিত সময়ের পূর্বেই ভিসা আবেদন করতে হয়। বেশি পর্যটক থাকা দলের ক্ষেত্রে এতে আরো বেশি সময় লাগে। পাশাপাশি কোনো সমস্যা হলে পর্যটন বিলম্বিত হতে পারে। পর্যটন শিল্পের সাধারণ নিয়ম অনুযায়ী আসিয়ান দেশগুলোতে যেতে ভিসা না লাগার ব্যাপার বাস্তবায়িত হলে ইয়ানথাই শহরবাসীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন আসিয়ান দেশে ভ্রমণ করার সময় পাসপোর্ট ও এয়ার-টিকিট দিয়ে সে সব দেশে যেতে পারেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040