|
ছাংছুন শহরবাসী এবং পর্যটকরা বরফ-তুষার উপভোগ করার পাশাপাশি স্কী, বরফ-ভাস্কর্য দেখা ও তুষার-ভাস্কর্যসহ বিভিন্ন বিনোদন প্রকল্প উপভোগ করেছেন।
জানা গেছে, এবারের ছাংছুন বরফ-তুষার উত্সবে বরফ-তুষার পর্যটন, বরফ-তুষার ক্রীড়া, বরফ-তুষার সংস্কৃতি এবং বরফ-তুষার আর্থ-বাণিজ্য এ চারটি অংশ রয়েছে। পর্যটন ছাড়াও বেশ কিছু শহরবাসীর সঙ্গে সম্পর্কিত সংস্কৃতি, ক্রীড়া, বাণিজ্য, ফ্যাশন ও অবকাশ তত্পরতাও রয়েছে।
চীনের ছাংছুন বরফ-তুষার পর্যটন উত্সব ১৯৯৮ সাল থেকে শুরু হয়। চলতি বছর হচ্ছে ১৩তম বরফ-তুষার উত্সব।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |