Web bengali.cri.cn   
উহান থেকে কুয়াংচৌ গামী বিমান টিকিটের দাম আগের চেয়ে ৭০ শতাংশ কমেছে
  2009-12-29 17:29:11  cri
২৬ ডিসেম্বর থেকে চালু হওয়া উহান থেকে কুয়াংচৌ গামী দ্রুতগতির ট্রেনের কারণে বিমান চলাচল মন্দা-পর্বে প্রবেশসহ বিভিন্ন কারণে সম্প্রতি উহান-কুয়াংচৌ বিমান-টিকিটের দাম অনেক কমেছে। উহান-কুয়াংচৌ চলাচলকারী অধিকাংশ বিমানের টিকিটের দাম ৭০ শতাংশ কমেছে। সবচেয়ে সস্তা টিকিটের দাম মাত্র ২৮০ ইউয়ান। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মনে করেন, উহান-কুয়াংচৌ দ্রুতগামী ট্রেন বেসামরিক বিমানচলাচলের ওপর বিরাট প্রভাব ফেলেছে। ফলে এয়ার লাইনস কোম্পানিকে সস্তায় টিকিট দিতে বাধ্য হচ্ছে।

উহান-কুয়াংচৌ দ্রুতগামী ট্রেন চালু হওয়ার পর উহান থেকে কুয়াংচৌ যেতে মাত্র ৩ ঘন্টা লাগছে। হুনান প্রদেশের রাজধানী ছাংশা থেকে কুয়াংচৌ পর্যন্ত যেতে ২ ঘন্টার চেয়েও কম লাগছে। তা বিমান চলাচলের ওপর গুরুতর প্রভাব ফেলেছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040