১৫ ডিসেম্বর ছিল তাইওয়ান প্রণালীর দু'পারের 'বাণির্জিক আদান-প্রদান, ডাক যোগাযোগ আর বিমান চলাচল ব্যবস্থা' চালু হওয়ার প্রথম বার্ষিকী। এই ব্যবস্থা মৌলিকভাবে বাস্তবায়িত হওয়ার পর 'বেশি ফ্লাইট, স্বল্প ফ্লাইটের গতিপথ, কম দাম, ভাল সেবা এবং স্থানান্তর সুযোগ-সুবিধা'সহ বিভিন্ন প্রাধান্য থাকার কারণে সিয়ামেন-চিনমেন ফ্লাইট দু'পারের সরাসরি ফ্লাইটে সবচে বেশি ভূমিকা পালন করছে। পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে সিয়ামেন-চিনমেন ফ্লাইটের মাধ্যমে তাইওয়ান প্রণালীর দু'পারে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল ১১ লাখ ৯৬ হাজার।
খোং চিয়া চিয়া