Web bengali.cri.cn   
দুর্যোগোত্তর পুনর্গঠনের সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটন শহর গড়ে তোলার উদ্যোগ
  2009-12-25 21:34:09  cri
এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার থেকে । এখন শুনুন দুর্যোগোত্তর পুনর্গঠনের সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটন শহর গড়ে তোলার উদ্যোগ শিরোনামে একটি প্রতিবেদন । পড়ছি আমি শি চিং উ ।

বর্তমানে ভয়াবহ ওয়েনছুয়ান ভূমিকম্পের পরবর্তী শহর ও গ্রামাঞ্চলের বসতবাড়ির পুনর্নির্মাণের কাজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে । সম্প্রতি চীনের চীনা কমিউনিস্ট পার্টির সি ছুয়ান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য লি ছুন ছেং আবারো গুরুতর দুর্গত এলাকা তু চিয়াং ইয়ান শহরের কিছু কিছু ক্ষতিগ্রস্ত মহকুমায় গিয়ে দুর্যোগোত্তর পুনর্বাসনের কাজ পরিদর্শন করেছেন । তিনি জোর দিয়ে বলেন , তু চিয়াং ইয়ান শহরকে যাবতীয় সাফল্যের ভিত্তিতে সময়মত ও উন্নত মানে পুনর্গঠনের বিভিন্ন কর্তব্য সম্পন্ন করতে হবে , দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সার্বিকভাবে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে এবং আন্তর্জাতিক পর্যটন শহর গড়ে তোলার গতি দ্রুততর করতে হবে , যাতে দুর্গত এলাকাগুলোর জনসাধারণ তাদের উন্নয়নের গতি বাড়াতে পারে , তাদের আয় বাড়াতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর জীবন যাপন করতে পারে ।

প্রাচীন থাই আন নগর ছিং ছেং শহরের পেছনের দিকের পাহাড়ে অবস্থিত । পর্যটনের জন্যে বিখ্যাত এ প্রাচীন নগরের পুনর্গঠনের কাজ এখন পুরোদমে চলছে । লি ছুন ছেং প্রবল বৃষ্টির মধ্যেও এ নগরে আসেন । তিনি এ নগরের পরিকল্পনাভিত্তিক প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন , তাদের পুনর্গঠনের কাজ সম্পর্কে রিপোর্ট শুনেন এবং বিস্তারিতভাবে পুনর্বাসনের কাজের অগ্রগতি জেনে নেন । রাস্তার পাশে নতুন নির্মিত প্রাচীন স্টাইলের ফু মান লৌ মোটেল লি ছুন ছেংয়ের দৃষ্ট আকর্ষণ করেছে । এ মোটেলের মালিক আনন্দের সংগে লিকে বলেন , সদ্য সমাপ্ত চীনের জাতীয় দিবসের আগেভাগে চালু করা এ মোটেলে কয়েক দিনের মধ্যে বেশ উপার্জন করা সম্ভব হয়েছে । তিনি ও তার পরিবার ভবিষ্যত জীবন ও উন্নয়ন সম্পর্কে খুবই আস্থাবান । প্রাচীন নগর হুংইয়ানসিনছুন নামক আবাসিক বসতবাড়ি নির্মাণের কাজ এ মাসের শেষ দিকে সম্পন্ন হবে । একের পর এক নতুন বাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং বাড়িগুলোর ভেতরের সাজসজ্জার কাজ চলছে । আগামীদিনগুলোতে স্থানীয় অধিবাসীরা এসব বাড়িকে পর্যটনের কাজে লাগাবে । লি ছুন ছেং বেশ কয়েকজন বাড়ির মালিকের বাড়িতে গিয়ে বাড়িঘরের ডিজাইন ও সাজসজ্জা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সংগে কেমন করে তাদের আয় বাড়ানো যায় , সে বিষয় নিয়ে আলোচনা করেন । তাকুয়ান মহকুমার সিনহে গ্রামের নতুন বসড়বাড়ি গ্রুপভিত্তিতে নির্মাণ করা হয়েছে । বর্তমানে এ বসতবাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ । এ বছরের শেষ নাগাদ স্থানীয় কৃষকরা নতুন বাড়িতে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে । এ গ্রাম পুনর্গঠনের কাজে ছোট পর্যটন গ্রাম গড়ে তোলার পরিকল্পনা অনুসারে বেশ কয়েকটি প্রাকৃতিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এবং ভবিষ্যতে গ্রামীণ পর্যটনের জন্যে সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে । পরিদর্শনের সময় লি ছুন ছেং তাদের এ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় কর্মীদেরকে তাদের উন্নয়নের কর্মকান্ড দ্রুততর করার পরামর্শ দিয়েছেন , যাতে দুর্গত জনসাধারণ অল্প দিনের মধ্যে সুখী জীবন যাপন করতে পারে ।

পরিদর্শনের সময় লি ছুন ছেং জোর দিয়ে বলেন , তুচিয়াংইয়ান শহরকে গুরুত্বপূর্ণ সুযোগকে কাজে লাগিয়ে এ শহরকে একটি আন্তর্জাতিক পর্যটন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করতে হবে , ছিং ছেং শান , হুং খৌ ও লুং ছির পর্যটন সম্পদের সমন্বয় করে আনুসংগিক পরিসেবামূলক ব্যবস্থা সুসংহত করতে হবে, যাতে পর্যটকরা এখানে আসলে আরামভাবে থাকতে পারেন এবং নানা ধরণের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন । তিনি বলেন , বিপুল প্রয়াসের সংগে আধুনিক কৃষির উন্নয়ন করতে হবে , কৃষির সংগে পরিসেবা শিল্পের সংমিশ্রণ ত্বরান্বিত করতে হবে এবং সত্যকারভাবে উন্নয়নের কর্মকান্ড চালিয়ে যেতে হবে । পুনর্বাসিত আবাসিক বসতবাড়ি পরিচালনার কাজ সুসংহত করতে হবে ,বসতবাড়ির সামনে ও পেছনের পরিবেশ সুন্দর রাখতে হবে এবং কৃষকদের উত্পাদন ও জীবনযাত্রার পদ্ধিতির পরিবর্তন করতে হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040