|
২৫ অক্টোবর চীনের লিয়াও নিং প্রদেশের হুলুতাও শহরের ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থান সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প নির্মাণ ত্বরান্বিতকরণ গ্রুপের সদস্য ও হুলুতাও শহরের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের মহাসচিব রেন তে মেই প্রথমবারের মত গাড়িতে করে তামাও গিরিপথে গেলেন । তিনি আনন্দের সংগে বলেন , এবার অনেক ভালো হয়েছে । পাকা রাস্তা হয়েছে এবং রাস্তাও খুব চড়া ।
তামাও গিরিপথ হচ্ছে চীনের লিয়াও নিং প্রদেশের সুই চুং জেলার ইয়ুং আন ফু মহকুমার সি কৌ মহাপ্রাচীরের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল । এখানে দাঁড়ালে আমরা দেখতে পাবো , আঁকাবাঁকা মহাপ্রাচীর একটি প্রকান্ড ড্রাগণের মত ছোট বড় অনেক পাহাড়ে শুয়ে আছে ।
রেন তে মেই একজন ফটো অনুরাগী । ৭ বছর আগে তিনি প্রথমবারের মত এখানে এসে ছবি তোলেন । তখন এখানকার মহাপ্রাচীরের মহিমাময়তা তাকে আকৃষ্ট করে । তারপর কয়েক বছর ধরে তিনি মহাপ্রাচীর সংক্রান্ত ছবি তোলা এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্যে তার প্রায় সব অবসর সময় ব্যয় করেন । এতে করে মহাপ্রাচীন সম্পর্কে তার আগ্রহ আরো অনেক বেড়ে গেছে ।
কিছুদিন আগে ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থান নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন পেয়েছে । চীনের নির্মাণ মন্ত্রণালয়ের দর্শনীয় স্থান নির্মাণ বিষয়ক উপদেস্টা হু সি লাই এবং চীনের মহাপ্রাচীর সমিতির স্থায়ী ভাইস চেয়ারম্যান তুং ইয়াও হুইকে নিয়ে গঠিত পরীক্ষক গ্রুপ সুই চুং জেলায় এসে দর্শনীয় স্থানটির ডিজাইন পরিকল্পনা পরীক্ষা নিরীক্ষা করেন এবং শেষ পর্যন্ত স্থির করেন যে , পেইচিংয়ের একটি পর্যটন পরিকল্পনা ও ডিজাইন ইন্সটিটিউট ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থান নির্মাণের বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে ।
তাদের চোখে ইয়ু আন মহাপ্রাচীর দর্শনীয় স্থানের উন্নয়ন অবশ্যম্ভাবী । কেন না , এ দর্শনীয় স্থান ছিন হুয়াং তাও শহরের শান হাই কুয়ান দর্শনীয় স্থান থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে রয়েছে এবং চৌলুংখৌ দর্শনীয় স্থান থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে রয়েছে । প্রতি বছর ২০ লাখ পর্যটক শান হাই কুয়ান দর্শনীয় স্থানে বেড়াতে আসেন এবং ৮ লাখ পর্যটক চৌমেনখৌ দর্শনীয় স্থানে ভ্রমণ করতে আসেন । তবে যোগাযোগ ব্যবস্থা অসম্পূর্ণ থাকায় প্রতি বছর মাত্র ৩০ হাজার পর্যটক ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থানে আসেন । এ নতুন দর্শনীয় স্থানের উন্নয়নের কাজ সম্পন্ন হলে নিশ্চয়ই আরো অনেক পর্যটক এখানে ভ্রমণ করতে আসবেন ।
পাশাপাশি ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থান উন্নয়নের কাজ স্থানীয় অর্থনীতির উন্নতি ও কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে । ইয়ুং আন ফু মহকুমা হচ্ছে লিয়াও নিং প্রদেশের একটি দরিদ্র মহকুমা । এ মহকুমায় মাথাপিছু জমির পরিমাণ খুবই নগণ্য । কৃষকদের গড়পরতা আয়ও মাত্র ২ হাজার ৪৯০ ইউয়ান । এ মহকুমা পাহাড়ী এলাকায় অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থা অসুবিধাজনক হওয়ায় কৃষকদের অবস্থা স্বচ্ছল হওয়ার পথ খুবই সীমিত । এ মহকুমায় প্রাকৃতিক পর্যটন উন্নয়নের কাজ সম্পন্ন হলে তা স্থানীয় শিল্পের কাঠামোর বিন্যাস করা এবং কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করবে । সুই চুং জেলা হচ্ছে বিখ্যাত পেইচিং , থিয়ান চিন ও শেন ইয়াং শহরের একটি খিড়কির বাগান । বর্তমানে চীনের পর্যটন শিল্প নিছক ভ্রমণ থেকে অবসর ও ছুটি কাটানোর নমুনায় রূপান্তরিত হচ্ছে । এ অবস্থার প্রেক্ষাপটে ইয়ুং আন মহাপ্রাচীর দর্শনীয় স্থানের উন্নয়ন ঠিক এ নতুন পরিস্থিতির সংগে সংগতি রেখেছে । কেন না , এ দর্শনীয় স্থান পর্যটকদের জন্যে অবসর ও ছুটি কাটানোর একটি চমত্কার জায়গা যোগাতে পারবে ।
রেন তে মেই আমাদের সংবাদদাতাকে বলেন , ইয়ুং আন মহাপ্রাচীন দর্শনীয় স্থানের উন্নয়ন ঐতিহাসিক ও পর্যটনের সম্পদ উন্নয়নের পাশাপাশি আরো ভালোভাবে মহাপ্রাচীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ উন্নয়নের কাজও সামনে এগিয়ে নিয়ে যাবে । যাতে আরো বেশি লোক চীনের মহাপ্রাচীরের গুরুত্ব ও বিশেষ সাংস্কৃতিক মূল্য উপলব্ধি করতে পারেন ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |