|
ম্যাকাও'র মেয়ে হুয়াং চি লাই এখন ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ১৯৯৯ সালে চীন সরকার ম্যাকাওয়ে শাসন পুনরুদ্ধারের সময় তাঁর বয়স ১১ বছর ছিল। গত দশ বছরে ম্যাকাওয়ের পরিবর্তন বলতে গেলে তিনি বলেন,
'আমরা মনে করি, ম্যাকাও প্রত্যাবর্তনের পর অর্থনীতি, নিরাপত্তা ও পর্যটন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আগে ভাবতে পারি নি, প্রত্যাবর্তনের পর এমন অবস্থা হতে পারে। ১৯৯৯ সালের আগে পর্তুগাল ম্যাকাও শাসন করতো। তখন নিরাপত্তা অবস্থা খুব খারাপ ছিল। চুর করা, গুলি ছুড়া আর জুয়া খেলার কেন্দ্রে ছিনতাই করার ঘটনা প্রায়শই ঘটলো। এখন ম্যাকাও স্বদেশের কোলে ফেরে এসেছে দশ বছর। কেন্দ্রীয় সরকার সত্যি সত্যি ম্যাকাওকে অনেক সাহায্য করেছে। আমরা ম্যাকাওয়ের ভবিষ্যতের দিক খুব আস্থাবান।'
ম্যাকাও বিশ্ববিদ্যালয় হচ্ছে ম্যাকাওয়ের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। সাক্ষাত্কার নেয়ার সময় সংবাদদাতা লক্ষ্য করেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুব ছোট। অনেক ছাত্রছাত্রী ব্যক্ত করেছেন, তারা পরীক্ষা করা বা ক্লাস করার জায়গা কম। ফলে কেন্দ্রীয় সরকার চুহাইয়ের হাংছিন দ্বীপে ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের এক নতুন ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অনুমান অনুযায়ী, ২০১৩ সালে তা প্রতিষ্ঠিত হবে। তখন ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানের ছয় হাজার থেকে বেড়ে ১০ হাজার হবে। ছাত্রছাত্রীরা মনে করেন, নতুন ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ আরো ভালো হবে এবং এর মাধ্যমে মূলভূভাগের সঙ্গে যোগাযোগ আরো ঘনিষ্ঠ হবে। ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র চেন বলেছেন,
'আমি ম্যাকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম বছর ম্যাকাওয়ে অনেক লোক স্ট্যান্ডার চীনা ভাষা বলতে পারেন না। এখন অনেকে বলতে পারেন। আমি মনে করি, এটা এক ভালো দিক। এ থেকে প্রমাণিত হয়েছে যে, ম্যাকাও ও স্বদেশের যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে।'(ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |